MSP for Dal: শুধু কিসান সম্মান নিধির ২০০০ টাকা নয়, এবার কৃষকদের আরো এক বড় উপহার দিতে চলেছে কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বছরের পর বছর ধরে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প চালানো হচ্ছে। যে সকল প্রকল্পের মধ্য দিয়ে কৃষকরা আর্থিক সাহায্যের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সাহায্য পেয়ে থাকেন। যে সকল প্রকল্পের হাত ধরে দেশের কৃষকরা বছরের পর বছর উপকৃত হয়ে আসছেন সরকারের থেকে।

Advertisements

নগদ টাকার মাধ্যমিক কৃষকদের পিএম কিসান সম্মান নিধি যোজনা প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য দেওয়া হয়, এছাড়াও আরো অনেক প্রকল্প রয়েছে যেগুলির মধ্য দিয়ে ফসল নষ্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণের পাশাপাশি চাষীদের সরঞ্জাম, চাষী মৃত্যুতে আর্থিক সাহায্য, চাষীদের জন্য পেনশন ব্যবস্থা, চাষীদের পাশে দাঁড়াতে সোলার প্রজেক্ট ইত্যাদি চালানো হচ্ছে।

Advertisements

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গত ১৮ জুন অর্থাৎ মঙ্গলবার দেশের কিসান সম্মান নিধি প্রকল্পের আওতায় থাকা ৯.৩ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ১৭ তম কিস্তির ২০০০ টাকা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে এই প্রকল্পের টাকা প্রদান করেন। তবে শুধু প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনার ২০০০ টাকা নয়, পাশাপাশি আরো একটি বড় উপহার কেন্দ্র দিতে পারে বলেই জানা যাচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Order for Government Employees: DA বাড়িয়ে সরকারী কর্মীদের আরাম ছিনিয়ে নিল সরকার, জারি ঘুম কেড়ে নেওয়া নির্দেশিকা

কেন্দ্র সরকারের তরফ থেকে মূলত ডালের উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষকদের উৎসাহিত করতে নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ। মূলত তরকার জন্য যে সকল ডাল ব্যবহার করা হয় যেমন অড়হর ডাল, মুগ ডাল উৎপাদনে উৎসাহ বৃদ্ধি করতে এই সকল ডালের এমএসপি (MSP for Dal) বৃদ্ধি করা হতে পারে। এর পাশাপাশি সয়াবিন, সানফ্লাওয়ার তেলের ক্ষেত্রেও এমএসপি বৃদ্ধি করা হতে পারে। এছাড়াও চলতি বছর সরকারের তরফ থেকে বোনাস ঘোষণাও হতে পারে।

অড়হর ডাল, মুগ ডাল, সয়াবিন ও সানফ্লাওয়ার তেলের উপর কত এমএসপি বাড়ানো হবে তা এখনো পর্যন্ত ঠিক না হলেও বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনেক কিছুই সিদ্ধান্ত গ্রহণ হতে পারে বলেই সূত্রের খবর। এক্ষেত্রে যা জানা যাচ্ছে তাতে ১০% এমএসপি বৃদ্ধি করা হতে পারে অড়হর ডাল ও মুগ ডালের উপর। অন্যদিকে সয়াবিন ও সানফ্লাওয়ার তেলের ক্ষেত্রে ৫ থেকে ৭ শতাংশ এমএসপি বৃদ্ধি করার পথে হাঁটতে পারে কেন্দ্র। এছাড়াও ধানের ক্ষেত্রে ৪ থেকে ৫ শতাংশ এমএসপি বৃদ্ধি করা হতে পারে। যা জানা যাচ্ছে ১৪ থেকে ২৫ টি ফসলের এমএসপি নির্ধারণ হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।

Advertisements