Lok Sabha Election: লোকসভা ভোটে দাঁড়ান শাহরুখ খানের বাবা, হারেন আমির খানের দাদুর কাছে

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Lok Sabha Election: লোকসভা ভোট শাহরুখ খানের বাবাকে হারিয়ে জয়লাভ করেছিলেন আমির খানের দাদু। শাহরুখ খান এবং আমির খান বলিউডের বিখ্যাত তারকা এই দুই খানেদের মধ্যে বর্তমানে বেশ সখ্যতা রয়েছে। কিন্তু একটা সময় এরকম ছিল না। এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল চরমে। আমির খান এক সময় বলেছিলেন শাহরুখ আমার পা চাটছে। শাহরুখ তার পোষা কুকুরের নাম ছিল। এই কথার উত্তরে শাহরুখ খানও আমিরকে সরাসরি ছিঁচোড়া বলে বসেন। তবে এই লড়াই কিন্তু শুধু দুই খানের মধ্যে নয়, লড়াই দুই খান পরিবারের মধ্যে। দুই পরিবারের লড়াইয়ের ইতিহাস প্রকাশ্যে আনা হলো। লড়াই চলছে আমির খানের দাদুর আমল থেকেই। শুধু চলচ্চিত্র জগতে নয়, লড়াই চলছে রাজনৈতিক জগতেও।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে উঠে এসেছে এই প্রতিদ্বন্দ্বিতার কাহিনী। শাহরুখের বাবা তাজ মহম্মদ খান এবং আমির খানের দাদু আবুল কালাম আজাদ সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন লোকসভা ভোটের (Lok Sabha Election) ময়দানে। তথ্য সূত্রে জানা গেছে, ১৯৫৭ সালের ভারতের দ্বিতীয় লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায় তাজ মোহাম্মদ খান এবং আবুল কালাম আজাদকে। সে বছর লোকসভা ভোটে গুরগাঁও লোকসভায় কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন আবুল কালাম আজাদ। তিনি ভোট পেয়েছিলেন ১ লাখ ৯১ হাজার ২১১ টি। অন্যদিকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তাজ মোহাম্মদ খান। কিন্তু তিনি একটি ভোটও পাননি সে বছর। শাহরুখ খানের বাবাকে গো হারান হারিয়ে লোকসভার সাংসদ হন আমির খানের দাদু আবুল কালাম আজাদ। তিনি সম্পর্কে আমির খানের মায়ের জেঠু।

Advertisements

পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা শুরু সেই সময় থেকেই। তবে এখন আর শাহরুখ বা আমির কেউই নিজেদের সম্পর্ক নিয়ে তেমন ভাবে মন্তব্য করতে চান না। কিছুদিন আগেই জামনগরে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিবাহ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রথমবার মঞ্চে একসাথে পারফরম্যান্স করতে দেখা যায় শাহরুখ, সালমান এবং আমির তিন খানকেই। যতই একসাথে মজা করুক না কেন, তাদের প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার কোন শেষ নেই।

Advertisements

আরো পড়ুন: উদ্ভট পোশাকের জন্য বহুল চর্চিত উরফি জাভেদের উপার্জন কত জানেন

পারিবারিক প্রতিদ্বন্দ্বিতার এই কাহিনী সামনে আসার পর থেকে উঠেছে আলোচনার ঝড়। কেউ বলছেন প্রতিদ্বন্দ্বিতা তাহলে দুই তারকার মধ্যে নয়, লড়াই চলছে অনেক আগে থেকেই। কেউ বলছেন দুই খানের মধ্যে লড়াই চলছে জন্মের আগে থেকেই, কেউ কাউকে কেন পছন্দ করেনা তা এবার পরিষ্কার বোঝা যাচ্ছে। আবার কেউ সরাসরি শাহরুখ খানকে কটাক্ষ করে বলছেন তার মানে শাহরুখ খান বড়লোক পরিবারের সন্তান ছিলেন। কেউ বলছেন শাহরুখ যথেষ্ট প্রিভিলেজড ছিলেন কিন্তু জনপ্রিয়তা পাবার জন্য তিনি মিথ্যে পিয়ার স্টোরি ব্যাখ্যা করেছেন এতদিন।

আমির খান এবং শাহরুখ খানের মধ্যে লড়াই পারিবারিক হোক বা ব্যক্তিগত, নিজের নিজের কাজে কিন্তু জনগণের মন জয় করতে সফল দুজনেই। শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গেছিল ২০২৩ সালের “ডাংকি” ছবিতে। বর্তমানে তিনি “কিং” ছবি নিয়ে প্রচন্ড ব্যস্ত। এই ছবিতে প্রথমবার নিজের মেয়ে সুহানা খানের সাথে অভিনয় করতে চলেছেন তিনি। ছবিটি পরিচালনা করছে সুজয় ঘোষ। অন্যদিকে আমির খানকে শেষবার দেখা গেছিল “লাল সিং চাড্ডা” সিনেমায় মুখ্য বা নাম ভূমিকায় অভিনয় করতে ২০২২ সালে। এখন তিনি ব্যস্ত রয়েছেন “সিতারে জামিন পার” ছবি নিয়ে।

Advertisements