নিজস্ব প্রতিবেদন : গত কয়েক মাসে ব্যাঙ্কের হিসাব-নিকাশ বদলে গিয়েছে। ব্যাঙ্ক থেকে নেওয়া লোনের ক্ষেত্রে বেড়েছে সুদের পরিমাণ, ঠিক তেমনি আবার ব্যাংকে রাখা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও সুদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনে ঋণগ্রহিতাদের খরচ বেড়েছে, আবার আমানতকারীদের লাভ বাড়ছে।
মূলত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের মুদ্রাস্ফীতিতে লাগাম টানার জন্য গত কয়েক মাস ধরেই রেপো রেট বৃদ্ধি করেছে ৯০ বেসিস পয়েন্ট। এই রেপো রেট বৃদ্ধি করার ফলে বর্তমানে তা দাড়িয়েছে ৪.৯ শতাংশ। repo rate বৃদ্ধি হওয়ায় দেশের অধিকাংশ ব্যাংক তাদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করেছে।
ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করার তালিকায় এবার যুক্ত হল সরকারি ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা। এই সরকারি ব্যাংক তাদের গ্রাহকদের জন্য অবাক করা সুদের হার লাগু করেছে। নতুন এই সুদের হার লাগু করার ফলে স্বাভাবিকভাবেই ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকরা অনেক বেশি লাভের মুখ দেখবেন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করার পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকগুলি তাদের গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করে। দফায় দফায় এই সুদের হার বৃদ্ধি করা হয়। সুদের হার বৃদ্ধি হতেই খুশির হাওয়া বইতে শুরু করে গ্রাহকদের মধ্যে। এবার ব্যাঙ্ক অফ বরোদা তাদের গ্রাহকদের জন্য সুদের হার বৃদ্ধি করায় সব মিলিয়ে প্রতিটি গ্রাহকের উপকার হবে।
৭-৪৫ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের উপর ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক ৩% সুদ দিচ্ছে। আগে এই ব্যাঙ্কের সুদের হার ২.৭%। ৪৬-১৮০ দিনের জন্য এই ব্যাঙ্কের সুদের হার ৪%। আগে সুদ ছিল ৩.৭%। ১৮১-২৭০ দিনের জন্য সুদের হার ৪.৬৫%। আগে ছিল ৪.৩%। ২৭১ দিন থেকে ১ বছরের জন্য সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.৬৫%। আগে সুদের হার ছিল ৪.৪%।