Pension: দীর্ঘ বছর কাজের মধ্যে কাটানোর পর একটা সময় সকলকেই অবসর গ্রহণ করতে হয়। কখনও কখনও বয়সজনিত কারণে সমস্যা থাকলেও বা যদি সমস্যা না থাকে তাও অবসর গ্রহণ বাধ্যতামূলক। তবে অবসরের পরেই মাথায় প্রশ্ন আসে এবার দৈনন্দিন জীবনযাপনের খরচ আসবে কোথা থেকে। তবে সরকারি চাকরির ক্ষেত্রে কর্মীদের তার কাজের জায়গা থেকেই পেনশন দেওয়া হয়। আর এই পেনশন পাওয়ার জন্য অবসরের পর কর্মচারীদের শুধুমাত্র একটি আবেদন পত্র পূরন করে জমা দিতে হয়।
তবে সম্প্রতি পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ দ্বারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে এবার থেকে কর্মীরা তাদের পেনশনের আবেদন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। এর জন্য তাদের অনলাইন পোর্টালের ৬নং ফর্ম জমা করতে হবে। তবে শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষকদের ক্ষেত্রে অনলাইন পেনশনের (Pension) আবেদন করার জন্য ৬-এ ফর্মটি পূরণ করতে হবে। EPFO দ্বারা চালু হওয়া এই নতুন এপ্লিকেশন সিস্টেমটি কর্মীদের অনলাইনে সহজেই পেনশনের দাবি করার পদ্ধতিকে আরও সহজ করে তুলল। এই নতুন নিয়ম চলতি মাসের ৬ই নভেম্বর থেকে চালু করা হয়েছে।
আরো পড়ুন: রেলকর্মীদের জন্য আনা হলো ক্যামেরা লাগানো বিশেষ পোশাক, কেন নেওয়া হলো এইব্যবস্থা
এতদিন কর্মচারীদের নির্দিষ্ট ফর্ম তুলে সমস্ত কাগজ সহ নথিক দিয়ে EPFO অফিসে জমা দিতে হতো। তবে এই ঝামেলার দিন এখন শেষ। আরও দ্রুত পরিষেবা দিতে এখন অনলাইনে নেওয়া হবে আবেদন পত্র। গত ১১ই নভেম্বর সংশ্লিষ্ট সংস্থার বিজ্ঞপ্তি অনুসারে সরকারি কর্মচারীদের এবার অনলাইনে বাড়িতে বসেই নিজেদের সমস্ত দরকার মিটিয়ে ফেলতে পারবেন।
আরো পড়ুন: ৮৩৭ কোটির বরাত পেলো RVNL, শুরু হবে নতুন লাইন পাতা এবং ব্রিজ নির্মাণের কাজ
নতুন করে একক পেনশন পাওয়ার যে আবেদন পত্র তা জমা দেওয়ার বেশ কিছু উপায় থাকলেও কর্মীদের সুবিধার্থে পুরো পদ্ধতিটি সহজ করে নিয়ে এসেছে। পেনশন বা PF জনিত সমস্ত সমস্যাকে একটি মাত্র জায়গায় আনতে এই নতুন নিয়ম আনা হয়েছে। এতে কর্মচারীদের পেনশন এবং পেনশন একাউন্টের ভার কিছু কমেছে।
সাধারণত কর্মীদের বারবার বিভিন্ন দপ্তরে গিয়ে ফ্রম তোলা ও জমা দেওয়ার জন্য ছুটে বেড়াতে হয়। এর উপর পেনশনের আবেদন করার পর আবেদন পত্রের স্ট্যাটাস যাচাই করা থেকে শুরু করে আরও একাধিক তথ্য নিতে বারবার বিভিন্ন দপ্তরের অফিসে যেতে হয় সেই ভোগান্তি কমাতে এবার ডিজিটালাইজেশনের পথে হাঁটতে চাইছে কেন্দ্র। এবার থেকে অনলাইনে বাড়িতে বসেই টাকা জমা বা তোলার আবেদন করতে পারবেন গ্রাহকরা।