What is the fee of Dona Ganguly Dance School Dikshamanjari: সন্তানকে নাচ শেখাতে চান? ভাবছেন কোন নাচের স্কুল সেরা হবে? কিংবা ফিস কেমন হবে? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। আজ আমরা বাংলার অন্যতম নাচের স্কুল দীক্ষামঞ্জরী সম্পর্কে কথা বলবো। বাংলার অন্যতম নাচের স্কুল দীক্ষামঞ্জরী, যেটি ডোনা গাঙ্গুলির নিজস্ব প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করালে কত খরচ (Dona Ganguly dance academy fees) হবে? কীভাবেই বা ভর্তি করতে হবে সন্তানকে? জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।
জানিয়ে রাখি, কমবেশি অনেক বাঙালিই নিজের সন্তানদের নাচ শেখাতে চান। আর তাঁদের জন্য সেরা ঠিকানা ডোনা গঙ্গোপাধ্যায়ের নিজের নাচের স্কুল দীক্ষামঞ্জরী। ২০ বছরের বেশি সময় ধরে তিনি বেহালায় অবস্থিত এই নাচের স্কুলে প্রশিক্ষণ দিয়ে আসছেন। জানব এই প্রতিবেদনে স্কুলটির বেতন সম্পর্কে (Dona Ganguly dance academy fees)। প্রসঙ্গত, ডোনা গঙ্গোপাধ্যায় একটি জনপ্রিয় ওডিশি নৃত্যশিল্পী। সারা বিশ্বেই তাঁর খ্যাতি রয়েছে। তাঁকে চেনেন না এমন বাঙালি কম।
তবুও বলে রাখি, তিনি প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির স্ত্রী। তবে শিল্পী হিসেবে আলাদা এভাবেই তাঁর পরিচয় রয়েছে। দীর্ঘদিন ধরে বেহালার এই নাচের স্কুলের মধ্যে দিয়ে তিনি ধ্রুপদি নৃত্যশৈলী ওডিসিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আপনিও যদি আপনার সন্তানকে দীক্ষামঞ্জরীতে নাচ শেখানোর জন্য আগ্রহী থাকেন, তাহলে জেনে নিন এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার খরচ।
দীক্ষামঞ্জরী (Dona Ganguly dance academy)-তে ভর্তির সময়
প্রত্যেক মাসের শুরুতে অর্থাৎ প্রথম সপ্তাহতেই এই স্কুলে ভর্তি হয়ে যেতে হবে। এ বিষয়ে দীক্ষামঞ্জরীর কর্মচারী রঘুনাথ জানিয়েছেন ‘যে কোনও মাসের প্রথম সপ্তাহেই নতুন ছাত্রছাত্রীদের ভর্তি করানো হয়। তারপরেই শিক্ষার্থীরা ক্লাস করতে পারে।’ জানা যাচ্ছে, এখানে প্রতি শনিবার বিকেলে ও রবিবার সকালে ক্লাস করানো হয়। সকালে ক্লাস শুরু হয় ১১ টা থেকে। যারা নতুন শুরু করছেন তাদের এই সকালের ক্লাসে প্রশিক্ষণ দেওয়া হয়। আর বিকালে ক্লাস শুরু হয় ৬.৩০ থেকে।
দীক্ষামঞ্জরী (Dona Ganguly dance academy)-তে ভর্তির খরচ কত?
জানা যাচ্ছে, দীক্ষামঞ্জরীতে দুই ভাবে ক্লাস করানো হয়-অফলাইন ও অনলাইন। অফলাইন ক্লাসের ক্ষেত্রে ১০০০ টাকা দিয়ে ভর্তি হতে হয়। তারপর প্রতি মাসে ৬০০ টাকা করে দিতে হয়। আগে এই বেতন (Dona Ganguly dance academy fees) অনেকটা কম ছিল। কিছুদিন হলো বেতন বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। এদিকে অনলাইন ক্লাসের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। বলে রাখি, করোনা মহামারীর সময়ে অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এখনো সেটা অব্যাহত। যে সব ছাত্র ছাত্রীর বাড়ি দূরে তারা অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারেন। যে ক্ষেত্রে প্রত্যেক ব্যাচে ৪ থেকে ৫ জন স্টুডেন্ট নেওয়া হয়।
অনলাইন ক্লাস তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যথা ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি ও ক্যাটাগরি সি। প্রত্যেক ক্যাটাগরির সিলেবাস পুরো করে পরের ক্যাটাগরিতে যাওয়া হয়। সেই ক্যাটাগরি অনুযায়ী বেতন নেওয়া হয়। তবে ভর্তি সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য +91 87777 61919 নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। কিংবা বেহালায় অবস্থিত দীক্ষামঞ্জরীর অফিসে গিয়ে সরাসরি কথা বলে নিতে পারেন।