সহজেই মিলবে ট্রেনের কনফার্ম টিকিট, মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। ট্রেনের উপর এই কোটি কোটি মানুষের যাতায়াতের পরিপ্রেক্ষিতে রেল পরিষেবাকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। এত সংখ্যক মানুষ একসঙ্গে ট্রেনে যাতায়াত করার কারণে বহু রুটেই আসন বা সিট নিয়ে সমস্যা দেখা যায়। এবার এই সমস্যার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হল।

Advertisements

বাসে দেখা যায় অন্যান্য যাত্রীদের থেকে মহিলাদের জন্য একটি সিট আলাদা করে বিশেষভাবে সংরক্ষিত থাকে। বাসের মতোই এই ব্যবস্থা চালু করা হয়েছে মেট্রোতে। সেই রকমই এবার দূরপাল্লার ট্রেনেও মহিলাদের জন্য আলাদা করে আসন সংরক্ষিত থাকবে। এমনই পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের তরফ থেকে।

Advertisements

দূরপাল্লার ট্রেনে মহিলাদের জন্য আলাদা করে বার্থের ব্যবস্থা করার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকেও মাথায় রাখা হচ্ছে এবং এর জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে জানিয়েছেন, ‘দূরপাল্লার ট্রেনে মহিলাদের আরামদায়ক যাত্রার জন্য ভারতীয় রেল রিজার্ভ বার্থ সহ একাধিক পরিকল্পনা নিয়েছে।’

Advertisements

মহিলাদের জন্য আলাদা করে সংরক্ষিত আসনের বিষয়ে রেলের তরফ থেকে জানানো হয়েছে, দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনে স্লিপার ক্লাসে মোট ৬টি বার্থ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। গরীব রথ, রাজধানী এক্সপ্রেস, দুরন্ত সহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেনের তৃতীয় এসি কোচেও মহিলা যাত্রীদের জন্য ৬টি বার্থ সংরক্ষিত করা হচ্ছে।

রেলে তরফ থেকে আরও জানানো হয়েছে, বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের কথা মাথায় রেখে প্রতিটি স্লিপার কোচেও মহিলাদের জন্য আলাদা করে আসন সংরক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেক স্লিপার কোচে ৬ থেকে ৭টি লোয়ার বার্থ, 3AC কোচে ৪ থেকে ৫টি লোয়ার বার্থ ও 2AC কোচেও ৩ থেকে ৪টি লোয়ার বার্থ যাত্রীদের জন্য সংরক্ষিত করা হয়েছে। এই সকল সংরক্ষিত আসনগুলি গর্ভবতী মহিলা ও ৪৫ বছরের বেশি বয়সের মহিলাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

Advertisements