নিজস্ব প্রতিবেদন : প্রতিটি মানুষের লক্ষ্য রোজগার। রোজগার করার লক্ষ্য থাকার পাশাপাশি তাদের লক্ষ্য থাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। সঞ্চয় করার ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং ভালো পথ হল ফিক্সড ডিপোজিট। সহজ সরল এই পথকে যে কারণে বহু গ্রাহককেই বেছে নিতে দেখা যায়।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করার ফলে বহু ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের পরিমাণ বৃদ্ধি করেছে। অন্যদিকে আবার এই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সঞ্চয়ের ধরন অনুযায়ী ৮০ সি ধারায় কর ছাড় পাওয়া যায়। ঠিকঠাক বিনিয়োগ করতে পারলে বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হয়ে থাকে।
ডিসিবি ব্যাঙ্ক : ২১ মে থেকে কার্যকর হওয়া নতুন সুদের হার অনুযায়ী ট্যাক্স ফিক্সড ডিপোজিটে এই ব্যাঙ্কের প্রবীণ নাগরিকদের ৭.১০ শতাংশ সুদ পাচ্ছেন। তবে সাধারণ গ্রাহকরা পান ৬.৬০ শতাংশ সুদ। এছাড়াও রয়েছে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট।
ইয়েস ব্যাঙ্ক : এই ব্যাঙ্ক ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। অন্যান্য গ্রাহকরা পাচ্ছেন ৬.২৫ শতাংশ সুদ। ৬ জুন থেকে নতুন হারে সুদ দিচ্ছে ইয়েস ব্যাঙ্ক।
আরবিএল ব্যাঙ্ক : এই ব্যাঙ্কের প্রবীণ নাগরিকরা ৬.৮০ শতাংশ হারে সুদ পেতে পারেন। অন্যান্য গ্রাহকরা সেখানে সুদ পাবেন ৬.৩০ শতাংশ হারে। ৮ জুন থেকেই এই নয়া সুদের হার কার্যকর হয়েছে।
মূলত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করার পর দেশের অধিকাংশ ব্যাংক ফিক্সড ডিপোজিট এবং ঋণের উপর সুদের বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই তিনটি ব্যাংক স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।