রেশন দোকানের পরিষেবায় আসছে বড় পরিবর্তন! ‘হিরে থেকে জিরে’ সবই মিলবে হোম ডেলিভারি

নিজস্ব প্রতিবেদন : রেশন দোকান (Ration Shop) থেকে কেবলমাত্র সরকার প্রদত্ত খাদ্য সামগ্রী পাওয়া যায়। আজও পর্যন্ত এই ব্যবস্থা চালু রয়েছে। তবে আগামী দিনে গুরুত্বপূর্ণ রেশন দোকান থেকে ‘হিরে থেকে জিরে’ অর্থাৎ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস মিলবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এসবের মধ্যেই এবার জানা গেল, রেশন দোকানের এই পরিষেবায় এবার বড় বদল আসতে চলেছে। গুরুত্বপূর্ণ এই দোকানটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগামী দিনে।

কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের ন্যূনতম চাহিদা খাবারের যোগান দেওয়ার জন্য রেশন দোকানগুলিকে ব্যবহার করে থাকে। রেশন দোকানের মাধ্যমে স্বল্প মূল্যে অথবা সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়। সরকার প্রদত্ত এই সকল খাদ্য সামগ্রী তালিকায় পাওয়া যায় চাল, গম ইত্যাদি। বাড়তি সামগ্রী হিসাবে পাওয়া যায় ডাল, তেল ইত্যাদির মত সামগ্রীও। তবে এবার যে পরিবর্তন আনা হচ্ছে তা শুনলে আনন্দে আটখানা হবেন আপনিও।

রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির তরফ থেকে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে রেশন দোকান থেকেও গ্যাস সিলিন্ডার সরবরাহ করার। গ্যাস সিলিন্ডার সরবরাহ করার পাশাপাশি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে রেশন দোকান থেকে গৃহস্থালিদের ব্যবহৃত চিনি, আটা সহ মুদিখানার বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করার। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই ডাবর, আইটিসির মতো জনপ্রিয় সংস্থাগুলির সঙ্গে চুক্তি হয়েছে তেল সংস্থাগুলির বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, বাজারে মুদিখানার সামগ্রী ক্রয় করার ক্ষেত্রে যে পরিমাণ টাকা খরচ করতে হয় তার থেকে কিছুটা হলেও কম খরচ করতে হতে পারে রেশন দোকান থেকে নেওয়া মুদিখানার সামগ্রীর উপর। এর ফলে একদিকে যেমন গ্রাহকরা উপকৃত হবেন, ঠিক সেই রকমই আবার বাড়তি লাভের মুখ দেখতে পাবেন রেশন ডিলাররা। কেননা তাদের হাতে লাভ করার জন্য আরও একগুচ্ছ সামগ্রী এসে পৌঁছাবে। তবে রেশন ডিলাররা কিভাবে পুরো বিষয়টি সামলাবেন তা নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে।

তবে এই পরিকল্পনা এখানেই শেষ নয়। এর পাশাপাশি সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে রেশন দোকান থেকে ক্রয় করা এই সকল সামগ্রী বাড়িতে বসেই পাওয়া যাবে অর্থাৎ হোম ডেলিভারির ব্যবস্থা থাকবে। এর জন্য আবার নিযুক্ত করা হবে ডেলিভারি ম্যান। তবে এইসব পরিকল্পনা কতদিনে বা কবে বাস্তবায়িত হবে তা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। যদিও এই সকল বিষয় নিয়ে দফায় দফায় আলোচনা চলছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।