কাটাছেঁড়া শেষে সামনে এলো তৃণমূলের প্রার্থী তালিকা

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূলের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করার আগে একাধিক কাটাছেঁড়া, পর্যালোচনা করা হবে তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। করোনা পরিস্থিতির জন্য একাধিক বিধায়ক এবার টিকিট নাও পেতে পারেন এমনটাও জানানো হয়েছিল।

পাশাপাশি তৃণমূলের তরফ থেকে প্রার্থী তালিকায় মহিলা, যুবা এবং স্বচ্ছ ভাবমূর্তির বিষয়টিকে নজরে রাখবে এমনটাও জানিয়েছিল। আর এসব পর্যালোচনা করতে দফায় দফায় কালীঘাটে তৃণমূলের নির্বাচনী কমিটি নিয়ে বৈঠক হয়। প্রার্থী তালিকা ঘোষণা করার আগেও শুক্রবার দুপুর ১টার সময় এই কমিটি বৈঠকে বসে। যার পরেই সামনে আনা হলো প্রার্থী তালিকা।

আর এই বৈঠক শেষে যে প্রার্থী তালিকা শাসকদল তৃণমূল এনেছে তাতে দেখা যাচ্ছে প্রত্যাশামতোই উঠে এসেছে একাধিক মহিলা, যুবার নাম। আগেই প্রত্যাশা করা হয়েছিল এই তালিকায় ঠাঁই পাবেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া একাধিক টলিউড অভিনেতা অভিনেত্রী। আর সেই প্রত্যাশাও যেন বাস্তবায়িত হলো। তৃণমূল ২৯৪টি আসনের মধ্যে ২৯১টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে, বাকি ৩টিতে তৃণমূলের বন্ধু দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে।

পূর্ণাঙ্গ তালিকা

নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কাঞ্চন মল্লিক : উত্তরপাড়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় : বাঁকুড়া, রাজ চক্রবর্তী : বারাকপুর, মনোজ তিওয়ারি : শিবপুর, অদিতি মুন্সি : রাজারহাট, সায়নী ঘোষ : দক্ষিণ আসানসোল, সৌরভ চক্রবর্তী : আলিপুরদুয়ার, গৌতম দেব : ডাবগ্রাম ফুলবাড়ি, দেবাসিস কুমার : রাস বিহারী, কৃষ্ণেন্দু নারায়ণ : ইংরেজবাজার, সত্যজিৎ বর্মন : হেমতাবাদ, শেখর দাস গুপ্ত : বালুরঘাট, সাবিত্রী মিত্র : মানিকচক, সৌরভ চক্রবর্তী : আলিপুরদুয়ার, জাকির হোসেন : জঙ্গিপুর, অপূর্ব সরকার : কান্দি।