কবে হবে অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপন! সামনে এলো ফাইনাল তারিখ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দু’বছরের বেশি সময় ধরে দেশের আপামর মানুষ অপেক্ষায় রয়েছেন অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) জন্য। কবে খুলবে রাম মন্দিরের দরজা? কবে রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে রামলালার মূর্তি, এসব নিয়ে কম কৌতুহল নয় সাধারণ মানুষ। প্রতিনিয়ত তারা রাম মন্দিরের আপডেট পেতে চাইছেন। অবশেষে সেই সকল কৌতুহল দূর করতে ফাইনাল তারিখ জানা গেল, আর সেই ফাইনাল তারিখেই রামলালার মূর্তি স্থাপন করা হবে রাম মন্দিরের গর্ভগৃহে।

Advertisements

সুপ্রিম কোর্টের রায়ের পর ২০২০ সালের ৫ আগস্ট মহাধুমধামে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ভূমি পূজো করা হয়। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজোতে অংশগ্রহণের পাশাপাশি এবার রামলালার মূর্তি স্থাপনের অনুষ্ঠানেও তিনি অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। মূলত উপস্থিত থাকার জন্য তাকে রাম মন্দির ট্রাস্টের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisements

রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপনের দিন ঠিক হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠান রাম মন্দির ট্রাস্ট কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি জানিয়েছেন, রামলালার মূর্তি স্থাপন ঘিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে অনুষ্ঠান চলবে ১০ দিন ধরে। এর পাশাপাশি ভক্তদের কথা মাথায় রেখে দেশ-বিদেশে এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

Advertisements

রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপনের বিষয়ে চূড়ান্ত দিন হিসেবে যা ঠিক করা হয়েছে তা হলো ২০২৪ সালের জানুয়ারি মাসের ১৪ তারিখ। ঐদিন রয়েছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির এই পুণ্য তিথিতেই রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন করতে চাইছে রাম মন্দির ট্রাস্ট। ঐদিন থেকেই টানা ১০ দিন অনুষ্ঠান চলবে বলে জানা গিয়েছে।

অযোধ্যায় যে রাম মন্দির তৈরি করা হচ্ছে তা চারতল বিশিষ্ট। চলতি বছর অক্টোবর মাসেই প্রথম তল তৈরির কাজ সমাপ্ত হয়ে যাবে বলে জানা গিয়েছে রাম মন্দির ট্রাস্ট সূত্রে। এই প্রথম তল রামকথা শোনার জন্য সংরক্ষিত থাকবে। এই রাম মন্দিরের ৩৬০x২৩৫ ফুটের রাম মন্দিরের প্রথম তলে ১৬০টি স্তম্ভ থাকবে। দ্বিতীয় তলে ১৩২টি ও তৃতীয় তলে ৭৪টি স্তম্ভ থাকবে। মোট পাঁচটি মণ্ডপ থাকবে মন্দিরে।

Advertisements