Madhyamik Exam 2025 Routine: কবে শুরু, কবে শেষ! সামনে এলো ২০২৫ এর মাধ্যমিকের চূড়ান্ত রুটিন

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই পরের বছর কবে মাধ্যমিক পরীক্ষার শুরু হবে এবং শেষ হবে অর্থাৎ রুটিন প্রকাশ করা হয়। কিন্তু এই বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন সামনের বছরের মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে তা নিয়ে আভাস দিলেও চূড়ান্ত রুটিন প্রকাশ করা হয়নি। অবশেষে শুক্রবার সেই চূড়ান্ত রুটিন (Madhyamik Exam 2025 Routine) প্রকাশ করা হলো।

২০২৪ সালের ২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল এবং ১২ ফেব্রুয়ারি শেষ হয়। সেই পরীক্ষার ফলাফল প্রকাশ পায় ২ মে। পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে আভাস দেওয়া হয়েছিল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে তা নিয়ে। বলা হয়েছিল ফেব্রুয়ারি মাসে শুরু হবে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। সেই মতো চূড়ান্ত রুটিন প্রকাশ করার পর দেখা গেল আভাস অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা।

শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল প্রকাশ করার সঙ্গে সঙ্গেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত রুটিন জানিয়ে দেওয়া হয়। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে চূড়ান্ত রুটিন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২২ ফেব্রুয়ারি। চলুন দেখে নেওয়া যাক পূর্ণাঙ্গ রুটিন।

আরও পড়ুন 👉 Travel Allowance: রাজ্য সরকারি কর্মীদের লাগল লটারি! DA বাড়ানোর পর এবার এই খাতে টাকা দেওয়ার ঘোষণা

১০ ফেব্রুয়ারি সোমবার রয়েছে প্রথম ভাষার পরীক্ষা। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিতীয় ভাষার পরীক্ষা। এরপর ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি কোন পরীক্ষা নেই। ১৫ ফেব্রুয়ারি শনিবার রয়েছে অংক পরীক্ষা। ১৬ ফেব্রুয়ারি রবিবার কোন পরীক্ষা নেই এবং ১৭ ফেব্রুয়ারি সোমবার রয়েছে ইতিহাস। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ভূগোল, ১৯ ফেব্রুয়ারি বুধবার জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভৌতবিজ্ঞান, ২১ ফেব্রুয়ারি শুক্রবার বাদ দিয়ে ২২ ফেব্রুয়ারি শনিবার রয়েছে ঐচ্ছিক বিষয়।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু আনুমানিক যে রুটিনের কথা বলেছিলেন তার সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের চূড়ান্ত রুটিন মিলল না। কেননা, ব্রাত্য বসু ১৪ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বলে আভাস দিয়েছিলেন এবং ২৪ ফেব্রুয়ারি শেষ হওয়ার আভাস দেওয়া হয়েছিল। তবে চূড়ান্ত রুটিনের ক্ষেত্রে দুদিন এগিয়ে আনা হলো।