নিজস্ব প্রতিবেদন : ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল করোনা থাকলেও কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষা নিতে হবে। আর সেই পরীক্ষা নিতে হবে আগামী সেপ্টেম্বর মাসের ৩০ তারিখের মধ্যে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল অনেক রাজ্যই। যে সকল রাজ্যের তরফ থেকে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছিল তারা একটি মামলা দায়ের করে সুপ্রিম কোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালতের রায়ে দান করে।
শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এমআর শাহের বেঞ্চ শুক্রবার রায়দান পর্বে পরীক্ষা বাতিলের আর্জি খারিজ করে দেয়। রায়ের পরিপ্রেক্ষিতে বলা হয়, আদালতের পর্যবেক্ষণে পরীক্ষা হবে। তবে পরীক্ষার চূড়ান্ত সময়সীমা পরিবর্তিত হতে পারে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।
তবে পরীক্ষা ৩০ শে সেপ্টেম্বরের পর যদি কোন রাজ্য করানোর চিন্তা ভাবনা করে থাকে তাহলে সেই রাজ্যকে ইউজিসির কাছে আবেদন করতে হবে। আবেদনের ভিত্তিতে ইউজিসি সিদ্ধান্ত নেবে।
Supreme Court says students cannot be promoted without University final year exams. https://t.co/Ko55nKaczS
— ANI (@ANI) August 28, 2020
প্রসঙ্গত, বর্তমান করোনা আবহে পড়ুয়া থেকে শুরু করে পড়ুয়াদের অভিভাবকরা পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বর্তমানের আনলক পর্যায়ে পরিবহন ব্যবস্থা সচল হলেও সেভাবে যানবাহন নেই রাস্তায়। পাশাপাশি এই আনলক পর্যায়ে দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তারপর আবার বিভিন্ন রাজ্যে রয়েছে আলাদা আলাদা করে কড়া লকডাউন। এসকল সমস্যার কথা মাথায় রেখেই অনেকে পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে ছিলেন।