কাল ছিল দোল উৎসব অর্থাৎ বসন্ত উৎসব। প্রত্যেকটি মানুষই এই দিনে মনের রঙে রাঙিয়ে তুলতে চায় তার মনের মানুষকে। অন্যথা হলো না শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) ক্ষেত্রেও। বসন্ত উৎসবে সম্পূর্ণ এক ঘরোয়া অনুষ্ঠানে রঙিন মেজাজে ধরা দিলেন শোভন-বৈশাখী। অনুষ্ঠানে উপস্থিত ছিল বৈশাখ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়েও।
উৎসবের আনন্দে দু’জনকে এদিন ভেসে যেতে দেখা যায়। দুজনে নাচলেন, একে অপরকে আবির মাখালেন, আবিরে মাখামাখি হয়ে দোলায় বসে গান ও গাইলেন। এদিন আবির খেলার মধ্যে মধ্যেই দেখা যায় শোভন বাবু বৈশাখীর নাচের সঙ্গে তাল মিলাচ্ছেন। কখনো কখনো শোভনকে দেখা যায় আবিরের শেল ফাটাতে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তার মেয়ের সাথে পোঁচ দিয়ে ফটো তুলতেও দেখা গিয়েছে শোভনকে। তবে শুধু মিষ্টিমুখ আবির খেলাই নয় তারপর মিষ্টিমুখের এলাহি বন্দোবস্তও ছিল।
শোভনকে গান ধরতে দেখা গেল, ‘মেজাজটাই তো আসল রাজা…’। দোলায় বসে বৈশাখী ও শোভন একে অপরের সাথে গলা মিলিয়ে গাইলেন, ‘দম মারো দম’ গানের দু’কলিও। উৎসবের মাঝে সে এক অন্য মেজাজ। তারই মাঝে বৈশাখী শোনালেন তাঁর অতীত জীবনে দোল খেলার অভিজ্ঞতার কথা। বৈশাখী জানান যে তিনি ছোটবেলা থেকে একেবারেই রঙ খেলতেন না। তিনি যখন পড়ানো শুরু করেন, তখনই প্রথম রঙ খেলেন। কিন্তু এখনের মতো রঙের উৎসবে নিজেদের রাঙিয়ে নিয়ে সবার সঙ্গে আনন্দ করার শুরু শোভনের হাত ধরে।
শোভন বন্দ্যোপাধ্যায়ও শোনালেন তিনি অতীতে কিভাবে দোল কাটিয়েছেন তার গল্প। তিনি জানান তারা অতীতে দলের মরশুমে বহুবার বাড়ির বাইরে কাটিয়েছেন। কয়েকজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেন। কখনও গিয়েছেন গোপালপুর, কখনও গিয়েছেন ভুবনেশ্বর, কখনও গিয়েছেন কাশ্মীরে। তারা এবারের হোলি কাটাবেন মাইসোরে। তারার বৈশাখীর সম্পর্কের ব্যাপারেও মুখ খুলতে দেখা যায় শোভনবাবুকে। তিনি বলেন যে প্রেমের উপলব্ধি যদি করতে হয় তাহলে বুঝতে হবে যে তারা মেড ফর ইচ আদার। শোভন-বৈশাখী নাম দুটি একসঙ্গে উচ্চারণ করলে প্রেম কী জিনিস তা বোঝা যাবে।
বৈশাখীও তাদের সম্পর্কের ব্যাপারে বলেন যে তাঁর কাছে প্রেম হল শোভন। জীবনে ভালবাসার প্রতি যখন আস্থা উঠে গিয়েছিল সেই সময় তার জীবনে আগমন ঘটে শোভনের। সে তাকে নিঃস্বার্থভাবে ভালবাসে তার জীবনকে ভরিয়ে তুলেছে। বৈশাখী একবাক্যে স্বীকারও করে নেন যে তার জীবনে প্রথম ও শেষ প্রেম শোভনই। তাই তিনি চান শোভনের ভালবাসার এই রঙটুকু নিয়েই পৃথিবী থেকে বিদায় নিতে।