Kalighat Skywalk: অবশেষে হচ্ছে অপেক্ষার অবসান! কালীঘাট স্কাইওয়াক খোলা নিয়ে মিলল মেগা আপডেট

Prosun Kanti Das

Published on:

Advertisements

Finally got a mega update on the inauguration of Kalighat Skywalk: ২ টো বিশেষ জায়গার কাজ চলছিল একই সাথে। কালিঘাট স্কাইওয়াক নির্মাণ এবং কালীঘাট মন্দির সংস্করণ। ২ টি কাজই একইসঙ্গে প্রায় শেষ হয়ে এসেছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে ব্যবহারযোগ্য করে তোলা হবে স্কাইওয়াক ও মন্দির ২ টিকেই। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নির্দেশনা অনুযায়ী, সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করতে চাইছে সরকার। একদিকে যেমন স্কাইওয়াক নির্মাণ কার্য প্রায় শেষ হয়ে এসেছে। তেমনই কালীঘাট মন্দিরের সংস্করণের কাজও প্রায় শেষের মুখে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে সর্বসাধারণের জন্য চালু করা হবে নতুন কালিঘাট স্কাইওয়াক (Kalighat Skywalk)। একই সাথে খুলে দেওয়া হবে কালীঘাট মন্দিরও।

Advertisements

সম্প্রতি কালীঘাট স্কাইওয়াকের (Kalighat Skywalk) পিলার ও কাস্টিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এছাড়া স্কাইওয়াকে নামা-ওঠা করার জন্য ১ টি কংক্রিটের সিড়িও তৈরি করা হয়েছে। এখন স্কাইওয়াকের উপর শেড বসানোর কাজ চলছে। খুব দ্রুতগতিতে চলছে এই কাজ। কলকাতা পৌরসভা জানিয়েছে, জুলাই মাসের মধ্যেই স্কাইওয়াকের বেশিরভাগ কাজ শেষ হয়ে যাবে। মন্দির সংস্করণের কাজও প্রায় শেষ হয়ে এসেছে। খুব শীঘ্রই স্কাইওয়াক ও মন্দির ২ টোরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। কিন্তু কবে থেকে মন্দির বা স্কাইওয়াক সর্বসাধারণের জন্য ব্যবহারযোগ্য হিসেবে খুলে দেওয়া হবে তার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

Advertisements

২০২৪ এর এপ্রিল মাসে নববর্ষের কিছুদিন আগে কালীঘাটে পূজা দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি ঘোষণা করেন কালীঘাট মন্দির সংস্করণ এবং কালীঘাট স্কাইওয়াক (Kalighat Skywalk) উদ্বোধনের কথা। তিনি জানিয়েছিলেন, আগস্ট মাসের মধ্যেই এই কাজ শেষ করা হবে। তারপর থেকে জোর কদমে চলছে কাজ। ঠিকাদারেরা দিন-রাত পরিশ্রম করছেন নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করার জন্য। সম্পূর্ণ কাজের দায়িত্বে রয়েছে পৌরসভা। এর আগে বহুবার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে পৌরসভা। তাই পৌরসভার বদলে পুরো দপ্তরের হাতে মন্দির সংক্রান্ত যাবতীয় কাজের দায়িত্ব তুলে দেবার কথা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা পৌরসভার হাতেই রাখা হয়। পৌরসভার এক ইঞ্জিনিয়ার সেই খামতি স্বীকারও করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, এইবার নির্দিষ্ট ডেড লাইনের মধ্যেই কাজ শেষ করবে তারা। তার জন্য যতটা পরিশ্রম করা দরকার তারা করবে।

Advertisements

আরও পড়ুন ? Toy Train Cancelled: উত্তরবঙ্গের এই রুটে ১১ দিন বাতিল টয় ট্রেন, রইল পুরো তালিকা

গতবছর খিদিরপুরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মুহূর্তে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। অনুষ্ঠানের মাঝেই কালীঘাট মন্দিরের কাজ সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই কাজের দায়িত্ব পৌরসভার ঠিকাদারদের বদলে পুরো দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এরপর পৌরসভা নড়ে চড়ে বসে। ফিরহাদ হাকিম মহাশয় ঠিকাদারদের সাথে একাধিকবার মিটিং করেন। নতুন ১ টি দিন ঠিক করা হয়। এই নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ করতে বদ্ধপরিকর কলকাতা পৌরসভা। ফিরহাদ হাকিম মহাশয় জানিয়েছেন যদি নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ না হয় তাহলে, দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার সংস্থাটিকে ব্ল্যাকলিস্টেড বা বয়কট করা হবে পৌরসভার তরফ থেকে।

তবে কালীঘাটের স্কাইওয়াক (Kalighat Skywalk) তৈরির কাজ বন্ধ থাকার কারণ শুধুমাত্র ঠিকাদার সংস্থার গাফিলতি নয়। মেট্রো কর্তৃপক্ষের অসহযোগিতাও এর ১ টি বড় কারণ। মেট্রোরেল কর্তৃপক্ষের কাছ থেকে ভূগর্ভস্থ রেলপথের নকশা পেতে বেশ বেগ পেতে হয়েছে পৌরসভাকে। ফলে নির্দিষ্ট পরিকল্পনা করতে বাধা প্রাপ্ত হয়েছেন তারা। পিলার বসানো থেকে শুরু করে জল নিকাশি ব্যবস্থা তৈরির ক্ষেত্রে রীতিমতো হিমশিম খেয়েছে তারা। স্কাইওয়াক তৈরির জন্য ১ প্রকার বন্ধই রাখতে হয়েছিল কালীঘাট মন্দির চত্বর। জল নিকাশি ব্যবস্থার অসুবিধার কারণে মন্দির চত্বরে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছিল এছাড়া মূল রাস্তা ছেড়ে এদিক-ওদিক করে মন্দিরে ঢুকতে সমস্যায় পড়ছিলেন দর্শনার্থীরাও। এই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে। খুব শীঘ্রই কালীঘাট মন্দির ও স্কাইওয়াক উদ্বোধন করবে কলকাতা পৌরসভা তথা রাজ্য সরকার।

Advertisements