পেনশন থেকে ২০% কাটার খবর ভুয়ো, স্পষ্ট করে নয়া বার্তা অর্থমন্ত্রকের

নিজস্ব প্রতিবেদন : বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসে সংক্রামিতদের সংখ্যা ১৬,১১৬। ভারতে করোনাতে মৃত্যুর সংখ্যা ৫১৯। করোনা মোকাবিলায় গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে। দেশের‌ প্রধানমন্ত্রী ও প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এই কারণে করোনা মোকাবিলায় ত্রান তহবিল খুলেছেন। যেখানে প্রতিটি মানুষের যৎসামান্য দানও সাদরে গৃহীত হবে।

এখন এই পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের একটাই চিন্তা ছিলো তাদের পেনশনের একটা অংশ হয়ত কেটে নেওয়া হবে করোনা মোকাবিলায়। এরকম একটি খবরও ছড়িয়েছিল যেখানে বলা হয়েছিল মে মাসে তাদের কম পেনশন দিতে পারে কেন্দ্র। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে ট্যুইট করে জানানো হলো এই খবরটি সম্পূর্ণ ভুয়ো।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন স্পষ্ট করে নয়া বার্তায় জানান, এরকম কোনো পরিকল্পনাই নেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের। বরং তারা অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বেতন নিশ্চিত করেছেন। এই বেতন সম্পর্কিত গুজবটিকে উড়িয়ে দিয়ে নির্মলা সীতারমন আরও বলেছেন, “এরকম রিপোর্টে বলা হয়েছে যে, কেন্দ্রীয় সরকার পেনশন থেকে ২০ শতাংশ কেটে নিতে চলেছে। এটা একটা ভুল খবর। পেনশন থেকে কিছু কাটা হচ্ছে না। পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে সরকারি কর্মীদের পেনশন ও বেতনে কোনরকম ভাবেই এর প্রভাব পড়বে না।”