নিজস্ব প্রতিবেদন : এখন প্রায় অধিকাংশ মানুষের হাতে রয়েছে স্মার্টফোন। স্মার্টফোন থাকার পাশাপাশি স্মার্টফোন ব্যবহারকারীরা ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোস্যাল মিডিয়ায় প্রতিনিয়ত মজে রয়েছেন। তবে আবার অনেকেই রয়েছেন যারা দিনের পর দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তিতিবিরক্ত হয়ে পড়েছেন। সেই সকল মানুষেরা এখন নতুন কিছু খোঁজার চেষ্টায় প্রতিনিয়ত লাফাচ্ছেন।
নতুন কিছু খোঁজার চেষ্টায় যে সকল জিনিস সামনে আসছে তাদের মধ্যে এখন আকর্ষণীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে অপটিক্যাল ইলিউশন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং এই অপটিক্যাল ইলিউশনের উপরে মজে রয়েছেন সোশ্যাল মিডিয়ার বড় অংশের মানুষ। প্রতিনিয়ত তারা বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন থেকে উত্তর খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।
অপটিক্যাল ইলিউশনের ক্ষেত্রে যে সকল চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয় সেগুলির মধ্যে অন্যতম হলো কোন একটি ছবির মধ্যে একই ধরনের সংখ্যা অথবা শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য একটি সংখ্যা বা শব্দ খুঁজে বের করা। এর পাশাপাশি যে সকল অপটিক্যাল ইলিউশন রয়েছে সেগুলি হল কোন ছবির মধ্যে কিছু ভুল খুঁজে বের করা ইত্যাদি। অনেকেই রয়েছেন যারা এই সকল ভুলভ্রান্তি এবং সঠিক উত্তর নেমেছে খুঁজে বের করে দেন, আবার অনেকেই রয়েছেন যারা তা খুঁজে বের করতে হিমশিম খান।
ঠিক সেই রকমই সম্প্রতি ভাইরাল হওয়ার এই ছবিটিতে তিনটি ভুল রয়েছে। যে তিনটি ভুল ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। যারা জিনিয়াস তারা নির্ধারিত এই সময়ের মধ্যেই আশা করা যায় তিনটি ভুল খুঁজে বের করে দেবেন। আর যারা খুঁজে বের করতে পারছেন না তাদের জন্য আমাদের এই প্রতিবেদনে সঠিক উত্তর জানিয়ে দেওয়া হবে।
ভাইরাল হওয়া এই ছবিটি মনোযোগ সহকারে দেখলে দেখা যাবে, খাটের উপর পিছন ফিরে থাকা লোকটির জামার পকেট রয়েছে পিঠে। এটি হলো প্রথম ভুল।
দ্বিতীয় ভুলটি হলো, অন্য যে লোকটি বসে রয়েছেন তার ডান হাতের জামার হাতটি অনেক বড়।
তৃতীয় ভুল রয়েছে ঘরের মধ্যে থাকা জানলায়। সেখানে লক্ষ্য করলে দেখা যাবে, জানালার একটি রড নেই।