Diwali and Kali Puja: দীপাবলি-কালীপুজোতে ছুটির ধামাকা, জেনে নিন কতদিন ছুটি পেতে চলেছেন

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Diwali and Kali Puja: মা দুর্গার বিদায়ের সঙ্গেই বাঙালির মনে শুরু হয়ে গেছে আলোর উৎসবের প্রতীক্ষা। সামনে কালীপুজো, দীপাবলি, ধনতেরাস, ভাইফোঁটা আর লক্ষ্মীপুজো—সব মিলিয়ে একটার পর একটা উৎসব আসছে। চারদিকে সাজসাজ রব, আলোয় মোড়া শহর, আর সবার মুখে আনন্দের ঝিলিক। কিন্তু আপনি কি জানেন, এ বছর কালীপুজো ও দীপাবলিতে (Diwali and Kali Puja) সরকারি কর্মচারীদের জন্য কতদিন ছুটি অপেক্ষা করছে? এবার ছুটি কাটানোর জন্য প্রস্তুতি নিয়ে নিন, কারণ আপনার জন্য আছে একটানা চারদিনের ছুটির ধামাকা!

Advertisements

এবার দীপাবলি আর কালীপুজোকে (Diwali and Kali Puja) ঘিরে রয়েছে বেশ লম্বা ছুটি। সরকারি কর্মচারীরা পাবেন মোট চারদিনের বিশ্রাম। শুরুটা হবে ২৯শে অক্টোবর ধনতেরাস দিয়ে, যেটি রবিবার। এর পরের দিন ৩০শে অক্টোবর, মঙ্গলবার, ভূত চতুর্দশীর দিনেও দীপাবলির প্রস্তুতির আবহ থাকবে। কিন্তু সবচেয়ে বড় ছুটির দিনটি হলো ৩১শে অক্টোবর, বৃহস্পতিবার, যেদিন পালিত হবে মহা কালীপুজো। এই দিনটি সরকারি ছুটি হিসেবে নির্দিষ্ট।

Advertisements

কালীপুজোর দিন পেরিয়ে ১লা নভেম্বর শুক্রবারেও সরকারি অফিস থাকবে বন্ধ। অনেকের অফিসে ২ নভেম্বর শনিবার হাফ-ডে থাকে, কিন্তু কিছু অফিসে আবার পুরো ছুটির ব্যবস্থাও রয়েছে। এরপর, ৩রা নভেম্বর রবিবার, ভাইফোঁটার দিন, যা এমনিতেই ছুটির দিন। এই ছুটির উৎসবে আরও একটি বাড়তি আনন্দ যোগ করতে, রাজ্য সরকার ৪ নভেম্বর সোমবারও বিশেষ ছুটি ঘোষণা করেছে। সব মিলিয়ে, এ বছর সরকারি কর্মচারীরা পাচ্ছেন একটানা চারদিনের ছুটি—যা আপনার উৎসবকে করবে আরও রঙিন!

Advertisements

আরো পড়ুন: কেন ন্যানো তৈরির কারখানার জন্য বেছে নিয়েছিলেন সিঙ্গুরকে, অবশেষে মুখ খুললেন এক সহযোগী

এই লম্বা ছুটির সুযোগকে কাজে লাগিয়ে ছোট কোনো ভ্রমণ পরিকল্পনা করতেই পারেন। কালীপুজো ও দীপাবলির মতো বৃহৎ উৎসবগুলিতে আলোর শহর, মাটির প্রদীপ, আতসবাজি আর মিষ্টির ধুমে মাতবেন সবাই। তাই এই ছুটির দিনগুলোকে উপভোগ করতে পরিবার ও বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ুন শহরের কোলাহল ছেড়ে।

এবারের দীপাবলি আর কালীপুজো (Diwali and Kali Puja) শুধু আনন্দ নয়, সেই সঙ্গে চারদিনের ছুটি পাবেন, যা আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে। তাই এখনই প্রস্তুতি নিয়ে নিন, যাতে এই ছুটিগুলো হয় আপনার জীবনের সেরা উৎসবের মুহূর্ত! এবারের এই দীর্ঘ ছুটি আপনার ক্লান্তি দূর করে নতুন উদ্যমে কাজ শুরু করার সুযোগ দেবে। পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো এই সময় হয়ে উঠুক স্মরণীয় এবং আনন্দমুখর!

Advertisements