Vastu Tips For Money: রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া শুভ না অশুভ! জেনে নিন অজানা তথ্য

Prosun Kanti Das

Published on:

Find out if you should withdraw money lying on the street at all: পথেঘাটে চলতে গিয়ে অনেক সময় টাকা পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনা অনেক মানুষের সাথে হয়েছে এবং অনেকেই সেই টাকা কুড়িয়ে নিয়েছেন। কিন্তু টাকা রাস্তা থেকে কুড়িয়ে নেওয়ার আগে ভেবে দেখেছেন কি কুড়িয়ে পাওয়া টাকা নিজের কাছে রাখা আদৌ কতটা শুভ? এমন কিছু মানুষও আছেন যারা কুড়িয়ে পাওয়া টাকা মন্দিরে দিয়ে দেন কিংবা গরিব দুঃখী মানুষদের দান করেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই কুড়িয়ে পাওয়া টাকা শুভ না অশুভ (Vastu Tips For Money)? রাস্তা থেকে টাকা তোলা উচিত কি অনুচিত সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে।

রাস্তায় অনেক সময় নোট পড়ে থাকতে দেখা যায়, আবার কখনও কয়েনও পড়ে থাকতে দেখা যায়। দুটো জিনিসরই অর্থ কিন্তু ভিন্ন। রাস্তায় কয়েন বা নোট পড়ে থাকা বাস্তুশাস্ত্র মতে শুভ (Vastu Tips For Money)। এর থেকে ধারণা করা যায় যে, আপনার পূর্বপুরুষ আপনাকে আশীর্বাদ প্রদান করছে। যখন কোন কাজ করার জন্য আপনি সম্পূর্ণ পরিশ্রম করেন তার ফল আপনি নিশ্চয়ই পাবেন। সেই কাজে সফল হতে আপনাকে কেউ আটকাতে পারবেনা।

চীন দেশে এই টাকা বা কয়েন শুধুমাত্র আর্থিক লেনদেনের জন্যই ব্যবহার করা হয় না, একে সৌভাগ্যের প্রতীক হিসাবেও মনে করা হয় (Vastu Tips For Money)। ধরুন আপনি কোন কাজ করবেন বলে বাড়ি থেকে বেরোচ্ছেন ঠিক সেই সময় রাস্তায় যদি নোট কিংবা কয়েন পড়ে থাকতে দেখেন, তাহলে বুঝবেন আপনার সেই কাজে অবশ্যই সফলতা আসবে।

আবার আপনি কোন কাজ থেকে ফেরার পথে যদি রাস্তায় টাকা কিংবা কয়েন পড়ে থাকতে দেখেন তাহলে বুঝবেন আপনার যে কোন কাজে আর্থিক সফলতা আসতে পারে (Vastu Tips For Money)। এটি আপনার জন্য ভাল ইঙ্গিত। এমন অনেক মানুষ আছেন কুড়িয়ে পাওয়া টাকা মন্দিরে দান করেন কিংবা, নিজের পার্সে যত্ন করে রেখে দেন। এটা অবশ্যই একটা ভালো লক্ষণ। কিন্তু ভুলেও সেই টাকা কোনদিনও খরচ করবেন না।

আবার কখনো রাস্তায় বেরিয়ে যদি একটি কয়েন কিংবা নোট পড়ে থাকতে দেখেন, তাহলে বুঝবেন সেটি আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসছে। আপনার আসন্ন কোন কাজে সফলতা আসতে পারে এবং সেই কাজের মাধ্যমে আপনি প্রচুর অর্থ লাভ করতে পারেন।