Rajdhani Express: ভারতীয় রেল হল দেশের মেরুদন্ড। পরিবহন ব্যবস্থার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম মাধ্যম হলো ভারতীয় রেল। বর্তমানে এটি সারা বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পরিবহন ব্যবস্থার দিক থেকে। সমাজের যেকোনো স্তরের মানুষ যেকোনো জায়গায় পৌঁছাতে পারবে ট্রেনের দ্বারা। অল্প সময়ে এবং স্বল্প খরচে যদি আপনি গন্তব্যস্থলে পৌঁছাতে চান তাহলে ভারতীয় রেল হল আপনার একমাত্র ভরসা। আজকের এই প্রতিবেদন থেকে জানতে পারবেন ভারতের দ্রুততম ট্রেন সম্পর্কে।
ভারতের রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) প্রথম চালু হয়েছিল ১৯৬৯ সালে। এই আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে এই ট্রেনটি। এই ট্রেনটি চালু করার মূল উদ্দেশ্য হলো দেশের রাজধানীর সঙ্গে বিভিন্ন রাজ্যের রাজধানী শহরগুলিকে রেলপথে যুক্ত করা৷ মুম্বাই দিল্লি রাজধানী এক্সপ্রেস তার যাত্রাপথে মাত্র ৬টি স্টেশনে থামে। প্রতিদিন বিকেল ৫টায় মুম্বই সেন্ট্রাল স্টেশন থেকে ছাড়ে এবং পরদিন সকাল ৮.৩২ মিনিটে নয়াদিল্লি স্টেশনে পৌঁছয়। এই ট্রেনটি আবার নয়াদিল্লি থেকে বিকেল ৪.৫৫ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৮.৩৫-এ মুম্বাই পৌঁছয়।
ভারতীয় রেলের পক্ষ থেকে গোটা দেশে এই মুহূর্তে দাপিয়ে চলছে কুড়িটি রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। রাজধানী এক্সপ্রেস শুধুমাত্র ভারতের দ্রুততম ট্রেন তা কিন্তু নয়। তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি নাম যেমন, বন্দে ভারত, তেজস এবং গতিমান এক্সপ্রেসের মতো দ্রুত গতির ট্রেনও চালু করেছে ভারতীয় রেল৷এই ট্রেনগুলো রাজধানী থেকেও অনেক বেশি গতিসম্পন্ন। তবে দেশের সবথেকে দ্রুত গতির রাজধানী চলে মুম্বাই- নয়াদিল্লি রুটে৷ মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থানের মতো রাজ্যের মধ্যে দিয়ে ট্রেনটি চলাচল করে৷
আরও পড়ুন:Bullet Train Station: কেমন হবে বুলেট ট্রেনের স্টেশন, দেখলে চমকাবেন আপনিও
মুম্বাই দিল্লি রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) প্রথম চালু হয়েছিল ১৯৭২ সালে। ট্রেনটি ১৫ ঘণ্টা ৩২ মিনিটে এই ট্রেনটি ১৩৮৪ কিলোমিটার পথ অতিক্রম করে৷ মুম্বই-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনটি মুম্বই- নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস নামেও পরিচিত৷ এই ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে ছোটে৷ ভারতে যে দ্রুতগতিসম্পন্ন ট্রেনগুলো চলে তার শীর্ষে এই রাজধানী এক্সপ্রেস।
মুম্বাই দিল্লি রাজধানী এক্সপ্রেস তার যাত্রাপথে মাত্র ছটি স্টেশনেই থামে। কম সময়ে যদি গন্তব্যস্থলে পৌঁছাতে চান তাহলে এর থেকে ভালো বিকল্প আর কিছু হবে না। প্রতিদিন বিকেল ৫টায় মুম্বই সেন্ট্রাল স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল ৮.৩২ মিনিটে নয়াদিল্লি স্টেশনে পৌঁছয় ট্রেনটি৷ আবার ফেরার সময় নয়াদিল্লি থেকে বিকেল ৪.৫৫ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৮.৩৫-এ মুম্বাই পৌঁছয় এই রাজধানী এক্সপ্রেস৷