Find out why movie ghosts always wear white: ভূতে ভয় পায় না এমন মানুষ বোধহয় কমই আছে। ভূতের (Ghosts) সিনেমা কিংবা সিরিয়াল দেখলে স্বাভাবিকভাবেই মানুষের মনে ভয় কাজ করে। কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় হলো সিনেমা হোক কিংবা সিরিয়াল সর্বদাই সাদা পোশাক পরিহিত মহিলা ভূত দেখলে সবারই আত্মারাম খাঁচা ছাড়া হবার সম্ভাবনা দেখা দেয়। তবে আশ্চর্যের বিষয় হলো ভূতকে সবসময় সাদা পোশাকে দেখা যায় কেন?
সিনেমা কিংবা সিরিয়ালের নির্মাতারা কোন বিশেষ কারণেই সাদা পোশাকে ভূতকে (Ghosts) দেখানো বেশি পছন্দ করেন। এই বিষয়ে জেনে নেওয়ার আগে ভালোভাবে বুঝতে হবে প্যারানরমাল বিশেষজ্ঞরা কি বলতে চেয়েছেন? ধরুন কোন ব্যক্তি মারাত্মক কোন দুর্ঘটনায় মারা গেলেন এবং তার পরিবারের লোকজন তাকে খুব মনে করতে লাগলো, সেই ক্ষেত্রে তার আত্মা এই পৃথিবীতেই থেকে যায়।
কিন্তু যদি মারা যাবার পরে সেই ব্যক্তির আত্মীয় পরিজনরা তাকে মনে না করেন, তাহলে পৃথিবীতে তার আত্মা ফিরে আসার সম্ভাবনা খুবই কম। এইসব বিষয়ে পরে আলোচনা করা হবে। তবে এখন সবথেকে আলোচ্য বিষয় হলো কেন সর্বদাই সিনেমা অথবা সিরিয়ালে ভূতকে (Ghosts) সাদা পোশাকে দেখানো হয়। এর পেছনের আসল কারণটাই বা কি?
যখন এই পৃথিবী ছেড়ে কেউ চলে যায় তখন তাকে শেষবারের মতো সাদা পোশাকে দেখা যায়। সেই স্মৃতি সবার মনে জোরালো হয়ে থাকে। আবার যদি কোন ব্যক্তি খুন কিংবা অন্য কোন দুর্ঘটনায় মারা যায় তাহলে তার আত্মা অতৃপ্ত অবস্থায় এই পৃথিবীতে ফিরে আসে। সাধারণত এই ভাবেই কাহিনী ফুটিয়ে তোলা হয় যে কোন সিনেমা কিংবা সিরিয়ালে।
তাই পৃথিবী থেকে যাবার সময় কোন ব্যক্তি সাদা পোশাক পরে থাকে বলে ধরে নেওয়া হয় সে আবার ভূত (Ghosts) হয়ে ওই একই পোশাকে ফিরে এসেছে। এছাড়া আরও একটি কারণ রয়েছে, ভূতকে সর্বদা অন্ধকারে দেখানো হয় এবং অন্ধকারের মধ্যে সাদা রং সব থেকে বেশি দৃশ্যমান। সেই কারণেও পর্দার ভূতকে সাদা রঙের পোশাক পরে বেশি দেখা যায়। অন্ধকারে সাদা পোশাক পরা কাউকে অদ্ভুত আচরণ করতে দেখলে এমনিতেই ভয় লাগবে। সেই কারণে চলচ্চিত্র নির্মাতারা ভূতকে সাদা পোশাক পরান যে কোন সিনেমা কিংবা সিরিয়ালে।