নেপাল ঘুরতে যাওয়ার খরচে বদল! এখন অনেক বেশি টাকা খরচ করতে হবে ভারতীয় পর্যটকদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিবেশী দেশগুলির যে সকল পর্যটন কেন্দ্র ভারতীয় পর্যটকদের বরাবর আকর্ষণ করে থাকে সেগুলির মধ্যে নেপাল (Nepal) অন্যতম। বছরের বিভিন্ন সময় ভারতের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা নেপালে ঘুরতে যান। নেপালে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যেমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন পর্যটকরা, ঠিক সেই রকমই আবার ভারতীয় পর্যটকরা এখানে বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন।

Advertisements

রুটি রোজগার বিভিন্ন ক্ষেত্রে নেপালিরা পর্যটন শিল্পের উপর নির্ভর করে থাকেন। যে কারণে তাদের তরফ থেকে যে কোন দেশের পর্যটকদেরই আলাদাভাবে সম্মান দেওয়া হয়। অন্যদিকে ভারতীয় নাগরিকরা এখানে টাকার ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। কেননা নেপালে তাদের নিজস্ব টাকা চলার পাশাপাশি ভারতের টাকাও আদান-প্রদান হয়। বহু নেপালিদের কাছেই রয়েছে ভারতীয় টাকা এবং তারা সেই টাকা দিয়েই আদান প্রদান করে থাকেন।

Advertisements

কিন্তু এই সকল সুবিধার মধ্যে এবার একটি অসুবিধার বিষয়ে সামনে এসেছে। সেই অসুবিধার বিষয়টি হলো এবার নেপালে যে সকল ভারতীয় পর্যটকরা ভ্রমণ করতে যাবেন তাদের খরচ বেড়ে যাবে। এই খরচ বেড়ে যাওয়ার পিছনে অবশ্য নেপাল সরকারের তরফ থেকে আলাদা করে কোন কর বসানো অথবা পূর্বের কর বৃদ্ধি করার কারণ লুকিয়ে নেই। আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই এমন খরচ বেড়ে গেছে ভারতীয় পর্যটকদের।

Advertisements

আসলে আগের তুলনায় নেপালিদের মুদ্রার দাম বৃদ্ধি পেয়েছে। যে কারণে ভারতীয় টাকা দিয়ে আগে যে পরিমাণ নেপালি মুদ্রা পাওয়া যেত তার থেকে অনেক কম পাওয়া যাবে। কিছুদিন আগে পর্যন্ত নেপালে ভারতীয় ১০০ টাকা দিলে সেখানে ১৬২ টাকা নেপালি মুদ্রা দেওয়া হতো। কিন্তু এখন নেপালি মুদ্রার দাম বৃদ্ধি পাওয়ার ফলে ভারতীয় ১০০ টাকায় দেওয়া হচ্ছে ১৫০ থেকে ১৫৯ নেপালি মুদ্রা।

এমনিতেই বিদেশ সফর করা মানেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে থাকে। এক্ষেত্রে ১০০ টাকায় ২-৩ নেপালি মুদ্রার ফারাক এসে যাওয়া মানেই বড় অংকের ক্ষেত্রে সেই টাকা অনেক বেশি হয়ে দাঁড়ায়। আবার ভারত নেপাল সীমান্তে ভারতীয় টাকার পরিবর্তে নেপালি মুদ্রা দেওয়ার ক্ষেত্রে এমন সব ব্যবসা জুড়েছে যাতে ভারতীয় পর্যটকদের বিপুল পরিমাণ টাকার ক্ষতি হচ্ছে। এইসব দিক বিচার বিবেচনা করে এখন ভারতীয় পর্যটকদের নেপাল ঘুরতে গেলে একটু বেশি পরিমাণ অর্থ হাতে নিয়ে যেতে হবে।

Advertisements