নিজস্ব প্রতিবেদন : যাতে নির্ভুল রেজিস্ট্রেশন বা কাজকর্ম হয়ে থাকে তার জন্য বিভিন্ন ক্ষেত্রে নানান পরিবর্তন করা হয়। ঠিক সেই রকমই এবার মাধ্যমিকের রেজিস্ট্রেশনের (Madhyamik Registration) ক্ষেত্রেও নতুন নিয়ম জারি করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী এবার থেকে মাধ্যমিকের (Madhyamik Exam) রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ক্ষেত্রে ভুল করলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। তবে এই জরিমানা দেওয়ার ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ভুল সংশোধনের জন্য ফাইন হিসাবে এক হাজার টাকা প্রদানের কথা বলা হয়। তবে এই টাকা পড়ুয়াদের পক্ষে দেওয়া কতটা সম্ভব বা যুক্তিযুক্ত তা নিয়ে বিতর্ক চলছিল। এসবের পরিপ্রেক্ষিতেই এই বিতর্কে জল ঢেলেছে মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি তাদের তরফ থেকে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ভুল সংশোধনের জন্য টাকা কাকে দিতে হবে।
সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে স্পষ্টভাবেই বলা হয়েছে, কোন পড়ুয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোন ভুল থাকে তাহলে সেই ভুলের দায় পুরোপুরি ভাবে নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। সেই ভুলের দায় পড়ুয়া অথবা পড়ুয়ার অভিভাবকের ঘাড়ে চাপানো যাবে না। এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে স্পষ্ট, যদি কোন পড়ুয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ভুল থাকে এবং সেই ভুল সংশোধন করাতে হয় তাহলে এক হাজার টাকা জরিমানা স্কুলকেই দিতে হবে।
এর পাশাপাশি রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোন ভুল থাকলে সেই ভুল সংশোধন করার সময়সীমা সম্প্রতি বাড়ানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ এবং পড়ুয়ারা তাদের রেজিস্ট্রেশনে থাকা ভুল সংশোধন করার জন্য সময় পাবে ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টে পর্যন্ত। তবে এই ভুল সংশোধনের জন্য যে টাকা ধার্য করা হয়েছে তাকে অনেকেই ‘লঘু পাপে গুরু দণ্ড’ বলে দাবি করছেন।
এমন জরিমানার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি শিক্ষক সংগঠনের তরফ থেকে এই টাকা পুনর্বিবেচনা করার দাবি তোলা হয়। তবে তার পাল্টা হিসাবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রেজিস্ট্রেশনে কোথাও কোন ভুল রয়েছে কিনা তা সংশোধন করার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও ভুল থাকার অর্থ হলো কোথাও না কোথাও অবহেলা রয়েছেই।