Happiest Country in World: সাত সাতবার বিশ্বের সুখীতম দেশের তকমা পেল ফিনল্যান্ড! কত নম্বরে ভারত

Antara Nag

Published on:

Advertisements

Finland has been named the happiest country in world seven times in a row: কোন দেশের নাগরিক কতটা ভালো আছেন, কতটা সুখী তারা, এই বিষয়ের উপর প্রায় এক দশকেরও বেশি সময় ধরে গবেষণা করছেন রাষ্ট্র সংঘের গবেষকরা। প্রতিবছরের ন্যায় এ বছরও একটি তালিকা তৈরি করা হয়েছে। এবারও এই তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে পরপর ৭ বার বিশ্বের সুখিতম (Happiest Country in World) দেশের শিরোপা জয় করে নিজেদের স্থান বজায় রাখল ফিনল্যান্ড। কিন্তু কিভাবে নির্ধারণ করা হয় কোন দেশ কতটা সুখী! ফিনল্যান্ড ছাড়া বাকি দেশগুলোর অবস্থানই বা কোথায়? সবচেয়ে অসুখী দেশ কোনটি? এই তালিকা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পুরো প্রতিবেদনটি পড়তে হবে।

Advertisements

দেশের জিডিপি, দুর্নীতি, ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক সমর্থন ও অবস্থা ইত্যাদি বিষয়ের উপর মোট ১৪৩ টি দেশ নিয়ে এই গবেষণা চালানো হয়। যে দেশের মানুষের মধ্যে একাকীত্ব নেই বললেই চলে, একে অপরের প্রতি বিশ্বাস রয়েছে, যে দেশে সামাজিক বৈষম্য কমানোর চেষ্টা চলছে, সমগ্র দেশবাসী একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেয় সেই দেশটিই বিশ্বের সুখিতম (Happiest Country in World) দেশ হিসাবে নির্বাচিত হয়।

Advertisements

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের গবেষক জেনিফার দি পাওলা সংবাদ মাধ্যমে বলেছেন, ফিনল্যান্ডের মানুষদের সাথে প্রকৃতির নিবিড় যোগাযোগ এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের স্বাস্থ্যকর ভারসাম্যই তাদের দেশে সুখ বয়ে নিয়ে এসেছে। অন্যান্য দেশের মতো ফিনল্যান্ড সাফল্য আর আর্থিক উন্নতিকে এক করে ফেলেনি।

Advertisements

আরও পড়ুন ? World Peaceful Country: বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? কত নম্বরে ভারত

এই তালিকার (Happiest Country in World) প্রথম পাঁচে নাম রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইল্যান্ড, সুইডেন ও ইসরাইল। এই বছরের তালিকায় প্রথম সারিতে জায়গা পায়নি জার্মান ও আমেরিকা। কুড়ি নম্বরে রয়েছে ব্রিটেন, ২৩ নম্বরে আমেরিকা ও 24 নম্বরে রয়েছে জার্মান। এই প্রথম এতটা নিচে নেমে এলো আমেরিকা। বিশ্বের মোট 143 টি সুখি দেশের তালিকায় বর্তমানে ভারতের নাম রয়েছে ১২৬ এ। গত বছর ভারতের অবস্থান ছিল ১৩৬ এ। এই বছর এক লাফে দশ ধাপ এগিয়ে এসেছে ভারত। তবে রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী ভারতের চেয়ে অনেক বেশি সুখী পাকিস্তান। পাকিস্তানের অবস্থান ১০৮ নম্বরে।

ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলির মধ্যে নেপাল রয়েছে ৯৩তে, শ্রীলঙ্কা ও বাংলাদেশের অবস্থান ভারতের থেকে নিচে যথাক্রমে ১২৮ ও ১২৯ নম্বরে। সার্বিয়া, বুলগেরিয়া, লাটভিয়া এই তিনটি ইউরোপীয় দেশ তালিকার উপরের দিকে উঠে এসেছে। সব থেকে বেশি অবনতি হয়েছে আফগানিস্তানের। তালিকায় (Happiest Country in World) তার অবস্থান ১৪০ নম্বরে আরো বেশি অবনতি হয়েছে লেবানন ও জর্ডনের।

Advertisements