লাল্টু : গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল বুধবার সন্ধ্যায় বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রামে। অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণসামগ্রী পাঠিয়ে দেওয়া হয় দুবরাজপুর ব্লকের তরফ থেকে।
জানা গিয়েছে, বুধবার বিকাল সাড়ে পাঁচটার সময় গোহালিয়ারার বাগদি পড়াই উত্তম বাগদি নামে এক ব্যক্তির বাড়িতে কোনো কারণবশত রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করা শুরু করে। এরপর পাশেই থাকা লম্ফের আগুন থেকে গোটা সিলিন্ডারে আগুন ধরে যায়। বাড়িতে তখন উত্তম বাগদির স্ত্রী দুই সন্তানকে নিয়ে ছিলেন। যার পরেই কেউ কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি।
বাড়িগুলি মাটির, খড়ের চাল এবং ঘেঁষা বাড়ি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে সেই আগুন গ্রাস করে আশেপাশের আরও চারটি বাড়িতে। স্থানীয়রা হাতের কাছে থাকা জিনিসপত্র নিয়েই আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে ওই পাঁচটি বাড়িকে আগুনে গ্রাস করে ফেলে। আগুন লাগার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
উত্তম বাগদির স্ত্রী জানিয়েছেন, “হঠাৎ আগুন লেগে যাওয়ায় বাড়ি থেকে কিছু বের করা সম্ভব হয়নি। সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও জামাকাপড়, খাবার-দাবারটুকুও বাঁচানো সম্ভব হয়নি।”
আগুন লাগার এই ঘটনা এবং ক্ষয়ক্ষতির খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৎপরতা শুরু করা হয় দুবরাজপুর ব্লকের তরফ থেকে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে তৎপরতার সাথে প্রয়োজনীয় সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।