বিজেপি সমর্থকের বাড়িতে আগুন, অভিযোগ শাসকদলের দিকে, পাল্টা শাসকদল

Shyamali Das

Updated on:

অমরনাথ দত্ত : নানুর থানার উচকরণ গ্রাম পঞ্চায়েতের আটগ্রামে এক বিজেপি সমর্থক রাজেশ দাসের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠলো শাসকদলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে শাসকদলের অভিযোগ, নবান্ন উৎসবের টাকাপয়সা নিয়ে গণ্ডগোল থেকে এই আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

গতকাল সন্ধ্যায় এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা রাজেশ দাসকে মারধর করে ও হুমকি দেয়। তারপরই বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাজেশ দাস বা তার পরিবারের শারিরীক কোনো ক্ষতি না হলেও সম্পূর্ণ বাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে। গ্রামে থাকতে গেলে বিজেপি করা যাবে না, তৃণমূলই করতে হবে বলে শাসানি দেওয়া হতো বলে জানান রাজেশ দাসের পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, “যারা আগুন লাগিয়েছে তারা তৃণমূল করে। আর আমরা বিজেপি করি।”

এদিকে এলাকার তৃণমূল নেতা সৌরেন রায়ের দাবি, “এরকম কোন ঘটনা এখানে হয়নি। পান্ত নবান্ন উৎসবকে কেন্দ্র করে এই ঝামেলা। যা হয়েছে নিজেদের মধ্যে টাকা পয়সা নিয়ে।আমাদের গ্রামে যে যা খুশি দল করতে পারে কোনো বাধা নেই।আগুন লাগানোর ঘটনায় পুলিশ এসেছিল, তদন্ত শুরু করেছে।”

এদিন সকালে তারা নানুর থানায় এই বিষয়ে অভিযোগ জানান। সমস্ত ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নানুর থানার পুলিশ।