অমিত শাহের সভার পরেই বিজেপির দলীয় কার্যালয়ে আগুন, অভিযোগ তৃণমূলের দিকে

Shyamali Das

Updated on:

অমরনাথ দত্ত : রবিবার কলকাতায় ছিল বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। আর এই সভার পরেই বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ঘটনাটি ঘটেছে বীরভূম ইলামবাজার থানার অন্তর্গত শুনবুনি গ্রামে। সোমবার ভোররাতে এলাকার বিজেপি কর্মীরা দেখতে পান তাদের দলীয় কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। এর পরেই তারা এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করে। তাদের অভিযোগ গতকাল যেহেতু তারা অমিত শাহের সভা গিয়েছিলেন তাই এইভাবে তাদের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনার জন্য তারা অভিযোগের আঙুল তারা তুলেছেন তৃণমূলের দিকে।

এলাকার বিজেপি কর্মী সুভাষ বাগদির অভিযোগ, “আমাদেরকে এখানে বিজেপি করতে দেবে না বলে হুমকি দেয় তৃণমূলের লোকজন।আর গতকাল আমরা যেহেতু অমিত শাহের সভায় গিয়েছিলাম সেই জন্যই আমাদের দলীয় কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই কাজটি করেছে তৃণমূলের লোকজন। দীর্ঘদিন ধরে তারা আমাদের হুমকি দিয়ে আসছে এলাকায় কোনরকম বিজেপির চিহ্ন রাখতে দেবে না বলে।”

বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগার এই ঘটনায় তৃণমূল তাদের ওপর আনা অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা রঞ্জিত মুখার্জির দাবি, “তৃণমূল এমন দল নয় যে এই ঘৃণ্য কাজ করবে। বেআইনিভাবে ইলেকট্রিক কানেকশন ছিল ওই দলীয় অফিসে, সেখান থেকেই হয়তো শক সার্কিট হতে পারে। অথবা নিজেরাই এই কাজ করে আমাদের ঘাড়ে দোষ দিচ্ছে। কারণ এখানে তাদের পায়ের নিচে মাটি নেই।”

আর এই বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম এলাকা।