রামপুরহাটে আগুনে ভষ্মিভূত দুর্গাপূজা মণ্ডপ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপূজো শেষ হতে না হতেই দুর্ঘটনা বীরভূমের রামপুরহাট শহরে। মঙ্গলবার সন্ধ্যায় এই শহরে আকস্মিক আগুন লাগার ঘটনায় ভস্মীভূত হয়ে গেল একটি পূজা মণ্ডপ। আর এই আগুন লাগার ঘটনার পরেই এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Advertisements

রামপুরহাট শহরের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলা সার্বজনীন দুর্গা পুজো মণ্ডপে এই আগুন লাগার ঘটনায় প্যান্ডেলের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রতিমাও। প্যান্ডেল মূলত সিনথেটিক কাপড় দিয়ে মোড়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগামীকাল অর্থাৎ দ্বাদশীর দিন এই প্রতিমা বিসর্জনের কথা ছিল। তবে তার আগেই এমন আকস্মিক দুর্ঘটনায় বিষণ্নতা এলাকা জুড়ে। যদিও এদিন মন্ডপ প্রাঙ্গণে লোক সংখ্যা কম থাকায় হতাহতের কোনো খবর নেই।

Advertisements

আগুন লাগার কারণ হিসাবে স্থানীয় সূত্রে যেটুকু জানা গিয়েছে তাতে কেউ কেউ দাবি করেছেন বাজির আগুন থেকে এই দুর্ঘটনা। রকেট জাতীয় কোন বাজির আগুন প্যান্ডেলের মাথায় এসে পড়ে এবং আগুন লেগে যায়। অন্যদিকে কেউ কেউ আবার দাবি করেছেন শক সার্কিট থেকে আগুন লেগেছে।

Advertisements

স্থানীয় বাসিন্দারা আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান এবং দমকল বাহিনীকে খবর দেন। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকল বাহিনীর ইঞ্জিন আসার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে প্যান্ডেলের বেশিরভাগ।

Advertisements