নিজস্ব প্রতিবেদন : বন্যার কারণে ওড়িশার বেশ কয়েকটি জেলা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। জলের তলায় তলিয়ে গেছে একাধিক এলাকা। এই পরিস্থিতিকে সামাল দিতে উদ্ধারকারীদের একটি দল সেখানে গিয়ে পৌঁছায়। তারা সেখানে গিয়ে মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে থাকেন। আর বন্যা কবলিত অঞ্চল থেকে সাধারণ মানুষকে উদ্ধারের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই রকমই একটি উদ্ধারকার্যের ঘটনার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে উদ্ধারকারী দল নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে একটি সদ্যজাত সহ গোটা পরিবারকে উদ্ধার করলেন। ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুরে।
ওড়িশার জাজপুরে একটি গ্রাম প্রায় জলের তলায় ডুবে গেছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি নদীর ধারে পাকা বাড়ি জলের তলায় ঢুকে গেছে। সেখান থেকে এক এক করে মানুষকে বের করা হচ্ছে। একসঙ্গে দুটি দড়ি বাধা হয়েছে নদীর দুই প্রান্তে। এবার সেই দড়িকে ভর করেই পরিবারের সকল সদস্যদের এক এক করে উদ্ধার করা হচ্ছে।
#WATCH Odisha: Fire services personnel of Bari Fire Station rescue 6 people including a newborn baby from a flooded village in Jajpur. (Video Source- Odisha DGP Fire Services Satyajit Mohanty) pic.twitter.com/WKi91CDMhb
— ANI (@ANI) August 28, 2020
এই ভিডিওটি ওড়িশার দমকল বিভাগের ডিজিপি সত্যজিৎ মোহান্তি একটি সংবাদসংস্থাকে পাঠান। সেই সংবাদ সংস্থা এই ভিডিওটিকে টেলিকাস্ট করে। ভিডিওটিতে দেখা যাচ্ছে উদ্ধারকার্যে যারা হাত লাগিয়েছে তারা প্রত্যেকেই দমকল বিভাগের কর্মী। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে এইভাবে সদ্যোজাত সহ ছয় জন মানুষকে উদ্ধার করার এই ভিডিওটি দেখে নেটিজেনরা প্রশংসা করেছেন।
Fire Service personnel of Bhapur Fire Station, on receiving a distress call of drowning, immediately rushed to the spot and successfully rescued 1 man and 2 bullocks from river Mahanadi at Madhapur in Nayagarh district @DGFS_HGs_CD @homeodisha @IPR_Odisha pic.twitter.com/wsXirrZr0t
— OdishaFireServicesHGsCD (@OdishaFS_HGs_CD) August 26, 2020
স্বাভাবিকভাবেই এরকম একটি ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।