নিজস্ব প্রতিবেদন : মন্ত্রী ফিরহাদ বা ববি হাকিম বাংলার রাজনীতিতে এক উল্লেখযোগ্য নাম। সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক ফিরহাদ হাকিমের উত্থান ঘটেছে তৃণমূলের উত্থানের সঙ্গে সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও পুর প্রশাসক ফিরহাদ হাকিম সফল রাজনীতিবিদ হওয়ার সঙ্গে সঙ্গেই একজন সফল ব্যবসায়ীও।
নির্বাচন কমিশনের সূত্রে পাওয়া তথ্য বলেছে, ২০১৬ পর্যন্ত ফিরহাদ হাকিমের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৫ কোটি ৯৭ লক্ষ ৬৩ হাজার ১৭৪ টাকা। দায়বদ্ধতার পরিমাণ ছিল ৫২ লক্ষ ৮২ হাজার ৭২৯ টাকা।
কিন্তু এই সময় তিনি ও তাঁর স্ত্রীর হাতে মোট যে পরিমাণ নগদ ছিল তা হলো যথাক্রমে ২ লক্ষ ৬৭ হাজার ৪৬৯ টাকা এবং ৩ লক্ষ ১০ হাজার টাকা। ফিরহাদের নিজস্ব সম্পত্তির পরিমাণ ২ কোটি ৫১ লক্ষ ৬০ হাজার ১৮৩ টাকা। তাঁর স্ত্রী ইসমাত হাকিমের সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭১ লক্ষ ৭৯ হাজার ৯৩৫ টাকা।
বিভিন্ন ব্যাঙ্কে গচ্ছিত অর্থের পরিমাণ
১. ইউবিআই ব্যাঙ্কের চেতলা শাখায় সেভিংস অ্যাকাউন্টৈ ফিরহাদ হাকিমের জমানো টাকার পরিমাণ ১ লক্ষ ২৭ হাজার ২৫৮ টাকা। এই শাখাতেই (Branch) তাঁর স্ত্রীর জমানো টাকার পরিমাণ ৬৪ হাজার ১০৬ টাকা।
২ . নিউ আলিপুর এইচডিএফসি ব্যাঙ্কের শাখায় সেভিংস অ্যাকাউন্টে ফিরহাদ হাকিমের জমা রাখা টাকার পরিমাণ ১৩ লক্ষ ৭৭ হাজার ২৯৬ টাকা। এই একই শাখাতেই তাঁর স্ত্রীর রাখা সম্পত্তির পরিমাণ পরিমাণ ১১ লক্ষ ১৭ হাজার ৮৮৫ টাকা।
৩. কলকাতার স্টেট ব্যাঙ্কের প্রধান শাখায় ১৬ লক্ষ ৪৪ হাজার ২৮৯ টাকা গচ্ছিত আছে ফিরহাদ হাকিমের। এই একই শাখাতে স্ত্রী ইসমাত হাকিমের জমা থাকা টাকার পরিমাণ ২৫ হাজার ৪৫৯ টাকা।
ফিক্সড ডিপোজিট
ইউবিআই ব্যাঙ্কের চেতলা শাখায় ফিরহাদের নামে ফিক্সড ডিপোজিট করা আছে ৫৭ লক্ষ ৮০ হাজার ৫৩৭ টাকা।
নিউ আলিপুরে ও যোধপুরে এইচডিএফি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা আছে ৪৪ লক্ষ ৯ হাজার ৯১৪ টাকা।
সেই সঙ্গে হাকিম কেমিক্যাল সংস্থার নামে ইউবিআই চেতলা শাখায় ফিক্সড ডিপোজিট রয়েছে ৬৩ লক্ষ ৩৫ হাজার ২৭৩ টাকা।
প্রফিডেন্ট ফান্ড
এইচডিএফসি ব্যাঙ্কের যোধপুর শাখায় ফিরহাদ হাকিমের ফিরহাদ হাকিমের প্রফিডেন্ট ফান্ডে জমা রাখা টাকার পরিমাণ ১০ লক্ষ ৮২ হাজার ৬৯২ টাকা। তাঁর স্ত্রীর প্রফিডেন্ট ফান্ডের ১৩ লক্ষ ৫৬ হাজার ১০ টাকা জমা রাখা আছে ইউবিআই ব্যাঙ্কের চেতলা শাখায়।
মিউচ্যুয়াল ফান্ড
১৫ হাজার টাকার মিউচ্যুয়াল ফান্ড করানো আছে ফিরহাদ হাকিমের।
কোম্পানির শেয়ার
ফিরহাদ হাকিমের নামে কোম্পানির শেয়ারের পরিমাণ ২ লক্ষ ২৭ হাজার ২ টাকা। তাঁর স্ত্রীর নামে আছে ২ লক্ষ ৯৫ হাজার ৬১৪ টাকার শেয়ার।
পোস্ট অফিস
ফিরহাদ হাকিম পোষ্ট অফিসেও রেখেছে বেশ কিছু পরিমাণ অর্থ। আলিপুর পোস্ট অফিসে ৫ লক্ষ ৫২ হাজার টাকার এমআইএস এবং ওই একই পোস্ট অফিসে তাঁর সেভিংস অ্যাকাউন্টে রাখা আছে ৮ হাজার ৩৬০ টাকা।
ঋণ বা লোন
ফিরহাদ হাকিমের ঋণের পরিমাণ ১ লক্ষ ৪৬ হাজার ৫৩৮ টাকা এবং তাঁর স্ত্রীর ঋণের পরিমাণ ১০ লক্ষ ১৯ হাজার ৩৭৫ টাকা।
গয়না ও অনান্য সম্পত্তি
ফিরহাদ হাকিমের ব্যবসায়িক সংস্থার নামে আছে তিনটি গাড়ি। যার মধ্যে একটি টাটা সুমো। এই গাড়িগুলির মূল্য ৪ লক্ষ ৫৪ হাজার ৪০০ টাকা। ফিরহাদের ব্যক্তিগত গয়নার পরিমাণ ১৩.৭ গ্ৰাম। যার মূল্য প্রায় ২৮ হাজার ৭৬৫ টাকা এবং তার স্ত্রীর গয়নার মূল্য ১০ লক্ষ ৪৭ হাজার ৬৬৭ টাকা।
ব্যক্তিগত মূলধন
ফিরহাদের ব্যক্তিগত মূল্যের পরিমাণ ৪৮ লক্ষ ৮৯ হাজার ৭৩৭ টাকা। স্ত্রীর ব্যবসায়িক সম্পত্তির পরিমাণ ৭৫ লক্ষ ১৮ হাজার ৯০৫ টাকা।