নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দাপুটে তৃণমূল নেতা হিসাবে বরাবর পরিচিত রয়েছেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মন্ডল। তবে চার মাস ধরে তিনি খাঁচায় বন্দি রয়েছেন। গরু পাচার কাণ্ডে তাকে গ্রেফতার করে সিবিআই আর এখন তিনি রয়েছেন রাজ্য পুলিশের মামলায় পুলিশ হেফাজতে।
অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ উঠতেই বার বার রাজ্যের তাবড় তাবড় নেতা মন্ত্রীদের তার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। দিন কয়েক আগেই রামপুরহাটে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম রাজনৈতিক একটি সভায় অনুব্রত মণ্ডলকে বাঘ বলে দাবি করেছিলেন। যে ঘটনা নিয়ে রাজ্য কম সরগরম হয়নি। এমনকি এই বাঘের তত্ত্ব পেশ করেই সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলের জামিন আটকে দেন আদালতে। আর এবার সেই ফিরহাদ হাকিমের মুখ থেকেই অনুব্রত মণ্ডল প্রসঙ্গে শোনা গেল ‘শাহরুখ খান হয়ে যাচ্ছে তো’।
আসলে শুক্রবার মন্ত্রী ফিরহাদ হাকিম বোলপুরে এসেছিলেন বিকল্প পৌষ মেলার উদ্বোধন করতে। যখন তিনি সার্কিট হাউসে ছিলেন সেই সময় তাকে সাংবাদিকদের তরফ থেকে একাধিক প্রশ্ন করা হয়। প্রশ্ন-উত্তর পর্বে বারবার অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ উঠতে একপ্রকার বিব্রত হন ফিরহাদ হাকিম। তখনই তিনি এই শাহরুখ খানের প্রসঙ্গ টেনে আনেন।
অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে বারবার প্রশ্ন করার পর শেষমেষ ফিরহাদ হাকিম বলেন, “আপনি অনুব্রত মণ্ডল মণ্ডল করে! এত পপুলার হয়ে যাচ্ছে তো! অনুব্রত মণ্ডল তাহলে শাহরুখ খান হয়ে গিয়েছে আপনারা যা করছেন।”
এর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্ন-উত্তরের সময় ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে বাঁচানোর যে চেষ্টার কথা উঠেছিল সেই প্রসঙ্গেও বলেন, “কোন বাঁচানোর চেষ্টা এসব নয়। কোন নেতা কি বললো কোন পাগলটা কি বলল আমার জানা নেই।”