নিজস্ব প্রতিবেদন : টানা দু’বার একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কেন্দ্রে শাসনে আসার পর তৃতীয়বারও সরকারে এসেছে এনডিএ। তৃতীয়বার সরকারে আসা ইতিমধ্যেই ১০০ দিন পূর্ণ করেছে। চলতি বছর ৯ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। আর এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনেই মঙ্গলবার তৃতীয় মোদি সরকার (Modi Govt 3.0) ১০০ দিন পূরণ করল।
তৃতীয় মোদি সরকারের প্রথম ১০০ দিনে কেন্দ্র সরকার কি কি কাজ করেছে সেই খতিয়ান কেন্দ্রের তরফ থেকে তুলে ধরা হয়েছে। তৃতীয় মোদি সরকারের প্রথম ১০০ দিনে যে সকল কাজ কেন্দ্র সরকার ইতিমধ্যেই সেরে ফেলেছে তার মধ্যে রয়েছে কৃষিক্ষেত্রের বিভিন্ন কাজ থেকে শুরু করে মহিলাদের উন্নয়ন, আয়ুষ্মান ভারত প্রকল্পের সমৃদ্ধি ইত্যাদি। এছাড়াও রেল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দিক দিয়ে তৃতীয় মোদি সরকারের প্রথম ১০০ দিনে উন্নয়নের ঝড় তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে।
তৃতীয় মোদি সরকারের প্রথম ১০০ দিনে যে সকল কাজ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কাজটি হলো কৃষি ক্ষেত্রে কৃষকদের আয় বৃদ্ধির জন্য পদক্ষেপ। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৯ কোটি ৩০ লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে ২০০০ টাকা করে ২০ হাজার কোটি টাকা। এছাড়াও ১০৯ জাতের শস্য কৃষকদের বাজারে পৌঁছে দেওয়া হয়েছে যে সকল শস্য জলবায়ু সহনশীল ও উচ্চ ফলনশীল। এর পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য খরিফ শস্যের সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও কৃষকদের মানোন্নয়নের জন্য এবং তাদের আয় বৃদ্ধির জন্য সাতটি প্রকল্পে ১৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করা হয়েছে।
মহিলাদের উন্নয়নের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যাতে মহিলারা উন্নয়নের মুখ দেখতে পান তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২.৩৫ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মধ্য দিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে ২৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের পাঁচ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ১১ লক্ষ নতুন লাখপতি দিদি কেন্দ্র সরকারের তরফ থেকে শংসাপত্র পেয়েছে। মহিলাদের জন্য মুদ্রা ঋণের পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০ লক্ষ টাকা।
আয়ুষ্মান ভারত প্রকল্পের ক্ষেত্রে বদল এনে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে ৭০ বছর বয়সী বা তার বেশি বয়সীদের জন্য আলাদা করে কার্ড দেওয়ার ঘোষণা করা হয়েছে। এর ফলে এমন বয়স্ক মানুষেরা যে পরিবারের রয়েছেন তারা পাঁচ লক্ষ টাকা করে ১০ লক্ষ টাকা বিমার সুযোগ পাবেন। এছাড়াও মধ্যবিত্তদের সুবিধা দিতে বার্ষিক আয়ের উপর ৭ লক্ষ টাকা কর ছাড় দেওয়া হয়েছে। এমন বেশ কিছু সুবিধা প্রদান করা হয়েছে যেগুলির খতিয়ান কেন্দ্র সরকার সম্পর্কিত তুলে ধরেছে।