World’s first 7 Star Veg Hotel to be built in Ayodhya: গত ২২ জানুয়ারি উদ্বোধন হয়ে গেল অযোধ্যার রাম মন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে সমস্ত আচার নিয়ম মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন এদিন। মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে মন্দির নগরী অযোধ্যা একেবারে নতুন রূপে ধরা দিচ্ছে মানুষের কাছে। রাম জন্মভূমি অযোধ্যা নগরী সুসজ্জিত হয়ে উঠছে ধীরে ধীরে। আগের থেকে আরো উন্নত হয়ে উঠছে সরযু নদীর পার্শ্ববর্তী অঞ্চল। গোটা বিশ্বের মধ্যে প্রথম সাত তারা সম্পূর্ণ নিরামিষ হোটেলও (Veg 7 Star Hotel) হচ্ছে অযোধ্যা নগরীতে।
রাম মন্দির উদ্বোধনের কয়েকদিন আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি বক্তব্য প্রকাশ করতে গিয়ে জানান “আমরা অযোধ্যায় হোটেল তৈরির জন্য ২৫টি প্রস্তাব পেয়েছি। প্রস্তাব গুলির মধ্যে একটি হল একটি বিশুদ্ধ নিরামিষ খাবারের সাত তারা হোটেল (Veg 7 Star Hotel)।” মুম্বইয়ের একটি রিয়েল এস্টেট ফার্ম এর তরফ থেকে আবার পাঁচ তারা হোটেল খোলার প্রস্তাব দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের কাছে। তথ্য বলছে সরযু নদীর তীরে দেশের প্রায় ১১০টি ছোট বড় হোটেল মালিক হোটেল তৈরি করার জন্য জমি কিনেছেন। তৈরি করা হয়েছে সোলার পার্কও।
রামলালার মন্দির আসলে গোটা অযোধ্যা নগরীর এক উন্নয়নের প্রতিরূপ হয়ে উঠছে। মন্দির উদ্বোধনের অনেক আগে থেকেই সরকারের পক্ষ থেকে অযোধ্যা নগরে বিভিন্ন ধরনের পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজ করা হয়েছে। অযোধ্যার মধ্যেই ৫০ হাজার লোকের একসাথে থাকার জন্য টেন্ট সিটি বা তাঁবু শহর ও তৈরি করা হয়েছে মন্দির উদ্বোধনের আগেই। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অযোধ্যাকে বারাণসী, গোরখপুর, লখনউ এবং প্রয়াগরাজের সঙ্গে সংযুক্ত করতে ঘোষণা করেছিলেন গ্রিন করিডর।
আরও পড়ুন ? Ram Mandir Darshan Time Changed: বদলে গেল রামলালা দর্শনের সময়! সুবিধা পাবেন ভক্তরা
যদিও উন্নয়নমূলক কাজগুলি সম্পূর্ন অযোধ্যা নগরীতে করতে গিয়ে অনেক মানুষের বাসস্থান ভাঙতে হয়েছে। অনেকের দোকান ভাঙা পড়ায় আবার তারা নিজের কাজ হারিয়েছেন। যদিও যোগী আদিত্যনাথ জানিয়েছেন সেই সব ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিমাণ মতো ক্ষতিপূরণ এবং বিকল্প জায়গার ব্যবস্থা করা হয়েছে। রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যা নগরীতে আবার নির্মাণ করা হয়েছে একটি বিমানবন্দর। মন্দির থেকে ১৫ মিনিট দূরে তৈরি হচ্ছে ‘দ্য সরযু’ নামক একটি বিলাসবহুল আবাসন। প্রসঙ্গত উল্লেখ্য রাম মন্দির পার্শ্ববর্তী অঞ্চলে জমি কিনেছেন সুপারস্টার অমিতাভ বচ্চন। বর্তমানে স্মার্ট সিটি রূপে আত্মপ্রকাশ করা অযোধ্যা নগরীর মন্দির পার্শ্ববর্তী অঞ্চলের ১০০০০ বর্গফুট জমির দাম পড়বে ১৪.৫ কোটি টাকা।