ভারতে প্রথম চালু হতে চলেছে AC রেলস্টেশন, যুগান্তকারী পদক্ষেপ রেলের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রে মোদি সরকার আসার পর রেলের পরিকাঠামো নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে দেখা গিয়েছে তাদের। যাত্রীদের নিরাপত্তা, আরামদায়ক যাত্রা ইত্যাদি একাধিক ক্ষেত্রকে নজরে রেখে ব্রিটিশ আমলে পরিকাঠামোর ভোলবদল করা হয়েছে অথবা হচ্ছে। আর এবার সেই সকল পদক্ষেপের অংশ হিসেবে ভারতে প্রথম চালু হতে চলেছে AC রেলস্টেশন।

কেন্দ্রের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল বিমানবন্দরের মত একাধিক রেলস্টেশনকেও উন্নত পরিকাঠামোর সাথে যুক্ত করা হবে। আর সেই মোতাবেক শুরু হয় কাজ এবং ভারতের প্রথম বিমানবন্দরের মত সুবিধাযুক্ত AC রেলস্টেশন চালু হতে চলেছে বেঙ্গালুরুতে। পরিকাঠামোগত দিক থেকে সমস্ত কাজ প্রায় শেষের দিকে। জানা গিয়েছে খুব তাড়াতাড়ি জনসাধারণের জন্য রেল স্টেশনটি খুলে দেওয়া। এই রেলস্টেশনের নাম রাখা হয়েছে বিশ্বেশ্বরায়ের নামে।

নতুন এই রেলস্টেশনটি চালু হলে কেএসআর বেঙ্গালুরু ও যশবন্তপুর স্টেশনের চাপ অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। বয়াপ্পানাহাল্লিতে এই তৃতীয় কোচ টার্মিনালের নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল ২০১৫-১৬ সালে। ভারতের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেল স্টেশনটি চালু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে। কিন্তু করোনা পরিস্থিতির জন্য কাজ সম্পূর্ণ হতে কিছুটা সময় লেগে যায়। রেল স্টেশনটি নির্মাণ করতে ভারতীয় রেলের খরচ হয়েছে ৩১৪ কোটি টাকা।

[aaroporuntag]
শীততাপ নিয়ন্ত্রিত এই রেলস্টেশনটি ৪২০০ বর্গমিটার জায়গা জুড়ে তৈরি হয়েছে। টার্মিনালে রয়েছে মোট সাতটি স্টেশন। যাতে প্রতিদিন করে ৫০টি ট্রেন দাঁড়ানোর ক্ষমতা রাখে। সমস্ত কিছু হিসেব করে অনুমান করা হচ্ছে দিনে ৫০ হাজার মানুষের আগমন ঘটতে পারে এই রেল স্টেশনে। আর সেই মোতাবেক সমস্ত রকম পরিকাঠামো তৈরি করা হয়েছে রেলের তরফ থেকে। অত্যাধুনিক এই রেলস্টেশন ভারতীয় রেলের যুগান্তকারী পদক্ষেপ অনস্বীকার্য।