Driverless Metro: সূচীত হল ভারতীয় রেলের ইতিহাসে বিপ্লব, দেশের প্রথম চালকবিহীন মেট্রো তৈরি হলো টিটাগড়ে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Driverless Metro: পশ্চিমবঙ্গের মুকুটে সম্প্রতি যুক্ত হয়েছে একটি নতুন পালক। যার পুরো কৃতিত্ব কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। বাংলার বাসিন্দা হিসেবে আপনারও এই খবরটি শুনলে গর্বে বুক ফুলে উঠবে। দেরি না করে বিস্তারিত খবরটি জানতে আজকেই পড়ুন এই প্রতিবেদনটি। জানলে হয়তো আপনারও গর্বে বুক ফুলে উঠবে যে বাংলার বুকে তৈরি হল ভারতের প্রথম চালকবিহীন ট্রেন। শুনে অবাক হলেও এই খবরটি একেবারে সত্যি। বাঙালি হিসেবে এই খবরটি সত্যিই গর্বের। এই প্রতিবেদনের মাধ্যমে এখন জেনে নিতে পারবেন যে কবে এই ট্রেন ট্র্যাকে ছুটবে কিংবা কোন রুটে এই বিশেষ ট্রেনটি চলবে?

Advertisements

টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড সম্প্রতি একটি নজির সৃষ্টি করল গোটা দেশে। বেঙ্গালুরু মেট্রোর হলুদ লাইনের জন্য প্রথম চালকবিহীন ট্রেন তৈরি করল এরা। প্রথম স্টেইনলেস স্টিল দ্বারা নির্মিত স্বয়ংক্রিয় চালকবিহীন ট্রেনসেট (Driverless Metro) উত্তরপাড়ায় টিটাগড়ের মেট্রো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে নির্মিত। টিটাগড় এ নির্মিত এই চালকবিহীন ট্রেনসেট দিয়ে বেঙ্গালুরুর ১৯ কিলোমিটার দীর্ঘ হলুদ লাইনে (আরভি রোড-বোম্মাসান্দ্রা) চালানো হবে। এটি সংযুক্ত করবে ইলেকট্রনিক্স সিটি প্রযুক্তি এবং ব্যবসায়িক কেন্দ্রকে বেঙ্গালুরুর বাকি অংশের সাথে।

Advertisements

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই BMRCL কর্মকর্তারা জানিয়েছেন, বাংলায় নির্মিত এই ট্রেনসেট (Driverless Metro) ১৫ দিনের মধ্যে সড়কপথে বেঙ্গালুরুর হেব্বাগোদি ডিপোতে পৌঁছাবে। বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের হাতে সোমবার উত্তরপাড়ায় এক অনুষ্ঠানে ট্রেনটি তুলে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির ছিলেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর।

Advertisements

আরও পড়ুন:Barrackpore MetroBarrackpore Metro: এবার মেট্রো চলবে ব্যারাকপুর পর্যন্ত, শুরু হচ্ছে কবে

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে জানিয়েছেন যে, বর্তমানে দেশে যে কয়েকটি মেট্রো প্রকল্প চালু রয়েছে তা দেশের উন্নয়নের জন্য যথেষ্ট। এর ফলে বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এবং পাশাপাশি তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। মেট্রো রেলে ভারত এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। কিন্তু দেশের প্রধান লক্ষ্য হলো পাঁচ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়া।

টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর উমেশ চৌধুরী বলেছেন যে, বেঙ্গালুরুর হলুদ লাইনের জন্য টিটাগড় এই বছরের এপ্রিলের মধ্যে আরও দুটি ট্রেনসেট (Driverless Metro) সরবরাহ করবে। এমনটাই পরিকল্পনা আছে। পরবর্তীকালে অর্থাৎ চলতি বছরের মধ্যেই এই সংস্থাটি আরো দুটি ট্রেন সরবরাহের জন্য উৎপাদন বাড়াবে। টিটাগরের এই রেল সিস্টেমস লিমিটেড উন্নত টিম, টেকসই এবং দক্ষ রোলিং স্টক সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যার ফলে তারা খুব সহজেই সরবরাহ করতে পারছে উন্নতমানের পরিষেবা। কর্ণাটকের মেট্রো পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে এই সংস্থা।

Advertisements