শর্মিষ্ঠা চ্যাটার্জী : অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন! টাটা এয়ার ইন্ডিয়ার প্রথম উড়ানের সূচনা ঘটলো বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মী বারেই হয় শুভ সূচনা। দীর্ঘ ৬৯ বছর পেরিয়ে গিয়ে দুই গোষ্ঠী টাটা ও এয়ার ইন্ডিয়ার আবার একসাথে পথচলা শুরু হলো। তবে উড়ানের শুভ সূচনা হলেও কিন্তু উড়ানে টাটা গোষ্ঠীর কোনো ব্যানার রাখা হয়নি।
টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখারণ ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পরেই আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে ২০২১ সালের ৮ অক্টোবর এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছিল টাটা গ্রুপ। যদিও সেই মুহূর্তে টাটার তরফে কর্মরতদের জন্য ঘোষণা ছিল তাদের ছাঁটাই করা তৎক্ষণাৎ হবে না, তবে এক বছর পর এই বিষয়টি বিবেচনাযোগ্য।
উড়ানের শুরুতেই ব্যানার যে থাকছে না এটি ঘোষণা করা হয়েছে টাটার তরফে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে কর্মীদের জানিয়ে দেওয়া হবে ব্যানার কবে থেকে আসতে চলেছে। ব্যানার না থাকলেও উড়ানের অন্য বাকি সব পরিষেবার দিকে যথেষ্ট খেয়াল রাখা হয়েছে। যার অন্যতম যাত্রীদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা।
বৃহস্পতিবার থেকে যাত্রীদের জন্য যথাযথ খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। প্রায় সাত দশক পরে ফের এয়ার ইন্ডিয়াকে ফিরে পেয়ে খুশির আবহ সবার মধ্যেই। এই প্রসঙ্গে টাটার চেয়ারম্যান বলেছেন, সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পূর্ণ করতে পেরে ওনারা অত্যন্ত খুশি। যদিও আগামীদিনে বিশ্বমানের বিমান সংস্থা হয়ে কাজ করার আশা প্রকাশ করেছেন।
একসময় স্পাইস জেটের প্রতিষ্ঠাতা অজয় সিংয়ের সাথে টক্কর চলেছিল টাটা গোষ্ঠীর। কে নেবে এয়ার ইন্ডিয়ার স্বত্ব। কিন্তু অবশেষে সব জল্পনা উড়িয়ে দিয়ে টাটা গোষ্ঠী নিলামে জিতে নতুন মালিক হলেন।