নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালের ব্যর্থতা আর ২০২৩ সালের সফলতা, মাঝে কেটে গিয়েছে চার চারটি বছর। তবে এই চার বছর যেন মুহূর্তের মধ্যে কাটিয়ে দিল চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। ১৪ জুলাই চন্দ্রযান ৩ সফলভাবে উৎক্ষেপণের পর দীর্ঘ ৪০ দিনের অপেক্ষার শেষে ২৩ আগস্ট বুধবার নির্ধারিত সময় ৬:০৪ মিনিটের কিছু আগেই চাঁদের মাটিতে অবতরণ করে ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ দেশের মানুষের শত শত লুকিয়ে থাকা আশা পূরণ করে।
তবে কেবলমাত্র সফলভাবে অবতরণ করেই কাজ শেষ হচ্ছে না চন্দ্রযান ৩ এর। বরং এরপরেই শুরু হচ্ছে আসল কাজ। আর সেই আসল কাজ শুরু করতেই নিজের খেলা দেখানো শুরু করে দিল প্রজ্ঞান। চাঁদে নেমেই প্রজ্ঞান তার ক্যামেরায় ধরে ফেলল চাঁদের অজানা অদেখা দক্ষিণ মেরুর ছবি। চাঁদের মাটিতে হেঁটে এর আগে কেউ দক্ষিণ মেরুর ছবি তুলতে সক্ষম হয়নি। আর সেটাই করে দেখালো চন্দ্রযান ৩।
প্রজ্ঞান তার ক্যামেরায় চাঁদের দক্ষিণ মেরুর প্রথম ছবি তুলেই তা পাঠায় পৃথিবীতে। সেই ছবি ইসরো (ISRO) বিশ্বের সামনে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় তা আপলোড করে। সোশ্যাল মিডিয়ায় ঐ সকল ছবি আপলোড হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। যা কেউ কোনদিন ভেবে উঠতে পারেননি সেটাই করে দেখালো ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ আর তারপর সফলভাবে পরবর্তী কাজ শুরু করে দেওয়া।
ভারতের চন্দ্রযান ৩ উৎক্ষেপণ এবং তার লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, এই ঘোষণা অনেক আগে থেকেই ছিল। ঘোষণা অনুযায়ী ইতিহাস তৈরি করার জন্য সমস্ত রকম প্রস্তুতি প্রথম থেকেই সেরে ফেলেছিল ইসরো। তবে এরই মধ্যে হঠাৎ পথের কাঁটা হয়ে দাঁড়ায় রাশিয়ার লুনা ২৫ (Luna 25)। তড়িঘড়ি তারাও চাঁদের দক্ষিণ মেরুকে টার্গেট করে ১০ আগস্ট রকেট উৎক্ষেপণ করে এবং ভারতের আগেই অবতরণের লক্ষ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে।
তবে রাশিয়ার সেই স্বপ্ন পূরণ হয়নি। সোমবার রাশিয়ার চন্দ্রযান লুনা ২৫ অবতরণ করার আগেই রবিবার ভেঙে পড়ে। এরপরই ভারতের সামনে লক্ষ্য পূরণের সমস্ত কাঁটা দূর হয়ে যায়। এরপরই বুধবার আসে সেই মাহেন্দ্রক্ষণ। মহেন্দ্রক্ষণে সবকিছু ঠিকঠাক রাখতেই ভারত বিশ্বের সামনে ইতিহাস তৈরি করে ফেলে। এই রেকর্ড বিশ্বের প্রথম কোন দেশ হিসাবে ভারত তৈরি করল।
Chandrayaan-3 Mission:
Updates:The communication link is established between the Ch-3 Lander and MOX-ISTRAC, Bengaluru.
Here are the images from the Lander Horizontal Velocity Camera taken during the descent. #Chandrayaan_3#Ch3 pic.twitter.com/ctjpxZmbom
— ISRO (@isro) August 23, 2023
চাঁদে সফলভাবে অবতরণ করার পর চন্দ্রপৃষ্ঠের প্রথম যে ছবি পাঠানো হয়েছে প্রজ্ঞানের তরফ থেকে এবং সেই ছবি ইসরোর তরফ থেকে আপলোড করার পাশাপাশি লেখা হয়েছে, “মিশন অপারেশন কমপ্লেক্স এবং ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং এবং কমান্ড যোগাযোগ স্থাপন করেছে ল্যান্ডার বিক্রম। তার ল্যান্ডার হরাইজেন্টাল ভেলোসিটি ক্যামেরা দিয়ে এই চারটি ছবি তোলা হয়েছে।”