নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের মেরুদন্ড হিসেবে ভারতে ভারতীয় রেল (Indian Railways) জায়গা করে নিয়েছে। রেলের তরফ থেকে তাদের পরিষেবা আরও উন্নত থেকে উন্নততর করার জন্য দেশের কোনায় কোনায় রেল নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছে। তবে শুধু দেশের মাটিতেই নয়, এবার আন্তর্জাতিক স্তরে অর্থাৎ বিদেশের মাটিতেও ভারতীয় রেলের জয়জয়কার হতে চলেছে। প্লেন ছাড়াও এবার ভারতীয় রেলে চড়ে বিদেশ ভ্রমণ করা যাবে।
মোদি জমানায় এমনিতেই ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে। ঠিক সেই রকমই এবার রেলের মাধ্যমে আন্তর্জাতিক পরিষেবা দেওয়ার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। একাধিক দেশের সঙ্গে ভারতের রেলপথে যোগাযোগ স্থাপন হতে চলেছে বলে দাবি করেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে সেই সকল দেশের নাম ঘোষণা করা হয়েছে যাদের সঙ্গে ভারতীয় রেলের মধ্য দিয়ে তৈরি হবে আন্তর্জাতিক স্তরে যোগাযোগ।
ভারতীয় রেলের মাধ্যমে ইতিমধ্যেই যোগাযোগ স্থাপন হয়েছে পাকিস্তান, বাংলাদেশের। যদিও বাংলাদেশের সঙ্গে সেই রেল যোগাযোগ এখনো পর্যন্ত অটুট থাকলেও পাকিস্তানের সঙ্গে সেই সম্পর্ক ছিন্ন হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ছাড়াও ভুটানের সঙ্গে রেল যোগাযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। আগামী কয়েক বছরের মধ্যেই রেল নেটওয়ার্ক তৈরির কাজ শেষ হয়ে যাবে এবং ট্রেনে চড়েই দেশের মানুষ ভুটান ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী।
ভুটানের সঙ্গে ভারতের রেল যোগাযোগ তৈরি হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে পর্যটন শিল্পে আমূল পরিবর্তন আসবে তা নিয়ে কোন সন্দেহ নেই। যে কারণে দুই দেশের চুক্তির ভিত্তিতে এই কাজ খুব দ্রুতগতিতে চলছে। কিভাবে ভারত থেকে ট্রেনে চড়ে ভুটান পৌঁছানো যাবে তা সম্পর্কেও জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।
এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে জানা গিয়েছে, উত্তর-পূর্বের রাজ্য আসাম থেকে ভুটান যাওয়ার জন্য ট্রেন ছাড়া হবে। এর পাশাপাশি যে ট্রেন চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই একটি ট্রেনে চড়েই বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন পর্যটকরা। কারণ আসাম থেকে যে ট্রেনটি ছাড়বে সেই ট্রেনটি ভুটানের বিভিন্ন প্রদেশে যাবে। এক্ষেত্রে পর্যটকরা নিজেদের পছন্দমত প্রদেশ বেছে নিতে পারবেন এবং সেখানে নেমে ঘুরতে পারবেন। অন্যান্য ক্ষেত্রে কোন একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হয় এবং সেখান থেকে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে হয়।