নিজস্ব প্রতিবেদন : টেলিকম জগতে নিজেদের আধিপত্য বিস্তার করার পর আম্বানিদের সংস্থা বিভিন্ন দিকে হাত বাড়িয়েছে। তারা ইতিমধ্যেই লঞ্চ করেছে ফিচার ফোন থেকে শুরু করে স্মার্টফোন। এসবের মধ্যেই ল্যাপটপ বাজারে আনার খবর অনেকদিন আগেই তারা এনেছিল। অবশেষে সেই ল্যাপটপ ছাড়া লঞ্চ করে দিল।
ইতিমধ্যেই জিওর তরফ থেকে লঞ্চ করা এই ল্যাপটপ তালিকাভুক্ত করা হয়েছে সরকারের ই-মার্কেটপ্লেস পোর্টালে। সেখানেই এর দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য আপলোড করা হয়েছে। যে দাম এবং স্পেসিফিকেশন রাখা হয়েছে এই ল্যাপটপের তার রীতিমত অবাক করা।
Jio Qualcomm Snapdragon 665 11.6 Inch Netbook, যার দাম রাখা হয়েছে ১৯৫০০ টাকা। জিও-র তরফ থেকে লঞ্চ করা তাদের প্রথম ল্যাপটপ ইতোমধ্যেই গ্রাহকদের জন্য কেনার সুযোগ করে দেওয়া হয়েছে। GeM পোর্টাল থেকে বিক্রি হওয়া এই ল্যাপটপ কেনার জন্য বহু গ্রাহক ইতোমধ্যেই ঢুঁ মারছেন। আশা করা হচ্ছে দীপাবলীর সময় এই ল্যাপটপ প্রতিটি গ্রাহকদের জন্য বিক্রির বন্দোবস্ত করে দেওয়া হবে।
জিওর এই প্রথম ল্যাপটপে রয়েছে Qualcomm Snapdragon 665 অক্টা-কোর প্রসেসর। এর পাশাপাশি রয়েছে মেটালিক হিঞ্জ। ল্যাপটপটির চ্যাসিস তৈরি করা হয়েছে ABS প্লাস্টিক দিয়ে। এতে রাখা হয়েছে জিওর নিজস্ব অপারেটিং সিস্টেম JioOS। এতে রয়েছে ২ জিবি র্যাম এবং ওই র্যাম আর বাড়ানোর উপায় নেই। এর পাশাপাশি এতে রয়েছে ৩২ জিবি স্টোরেজ।
এই ল্যাপটপে রয়েছে ১১.৬ ইঞ্চির HD LED ব্যাকলিট অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে। স্ক্রিন নন টাচ এবং এর ডিসপ্লের রেজোলিউশন হল ১৩৬৬x৭৬৮ পিক্সেল। এতে যে সকল পোর্ট রয়েছে সেগুলি হল USB 2.0, একটি USB 3.0 এবং একটি HDMI পোর্ট। এতে কোনও USB Type-C পোর্ট দেওয়া হয়নি। যদিও মাইক্রোএসডি কার্ড স্লট থাকছে। পাশাপাশি এই ল্যাপটপ 4G মোবাইল ব্রডব্যান্ড কানেক্টিভিটিও সাপোর্ট করে। এর ব্যাটারির ক্ষমতা 55.1-60Ah। ৮ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যেতে পারে এবং এই ল্যাপটপের ওজন ১.২ কেজি।