প্রকাশ্যে এলো দেশের প্রথম Rapid Rail-এর ফার্স্ট লুক, জেনে নিন বিশেষত্ব

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রে বিজেপি সরকার আসার পর মেকিং ইন্ডিয়ার প্রকল্প হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ Rapid Rail-এ। রাজধানীর সাথে পাশবর্তী অন্যান্য রাজ্যগুলির যোগাযোগ ত্বরান্বিত করার জন্য এই Rapid Rail চালু করার তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। আর দেশের প্রথম এই Rapid Rail এর ফার্স্ট লুক এবার প্রকাশ্যে এলো। এই Rapid Rail এর নির্মাণ হবে বম্বার্ডিয়ারের সাবলি প্ল্যান্টে। এই ট্রেনে ডিজাইন করা হয়েছে দিল্লির লোটাস টেম্পলের আদলে।

চলুন দেখে নেওয়া যাক এই ট্রেনের বিশেষত্ব

এই ট্রেনের গতিবেগ হবে সর্বোচ্চ ১৮০ কিলোমিটার।

এয়ারোডায়েনামিক ডিজাইনের স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এই ট্রেনের ওজন অনেকটাই কম।

ট্রেনের প্রতিটি কামরা থাকবে শীততাপ নিয়ন্ত্রিত।

প্রতিটি কামড়ায় ছটি করে দরজা থাকবে। বিজনেস ক্লাসে দরজা থাকবে চারটি। আর এই প্রত্যেকটি দরজা হবে অটোমেটিক।

বসার সিট পদ্ধতি ২x২। সিটগুলি হবে আরামদায়ক এবং পা রাখার জন্য যথেষ্ট জায়গা থাকবে সিটে বসার পর। জিনিসপত্র রাখার জন্য সুবন্দোবস্ত রেক থাকছে।

ট্রেনের প্রতিটি কামরার প্রতিটি সিটে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থাপনা থাকবে। এছাড়াও প্রতিটি কামরায় থাকবে ওয়াইফাই ব্যবস্থা।

সম্পূর্ণ নতুন ডিজাইনের এই ট্রেনটি তাপ বিকিরণ করার ক্ষমতা রয়েছে। যে কারণে যাত্রীরা আরামদায়ক যাত্রা উপভোগ করতে পারবেন।

ট্রেনে থ্রি কার ব্যবস্থা থাকাকালীন ৯০০-এর যাত্রী বহন করা হবে। পরে সিক্স কার হলে প্রায় ১৭৯০ জন যাত্রী বহন করা হবে।