The world’s first Meta data center created by Mark Zuckerberg was built in Reliance Land in India: মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠানে স্বস্ত্রিক হাজির হয়েছিলেন অন্যতম বহুল প্রচলিত সোশ্যাল মিডিয়া ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ। তখন থেকেই তিনি খবরের শিরোনামে রয়েছেন। আর সম্প্রতি তিনি আরো আলোচনার বিষয় হয়ে উঠেছেন। কারণ, তিনি চেন্নাইয়ের রিলায়েন্সের ক্যাম্পাসেই ভারতের প্রথম ডেটা সেন্টার (Meta Data Centre) খোলার ঘোষণা করেছেন।
ভারতীয় বাজারকে গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সের মালিক মেটা। সম্প্রতি চেন্নাইয়ের রিলায়েন্স গ্রুপ অফ কোম্পানির ক্যাম্পাসে ভারতের প্রথম ডেটা সেন্টার (Meta Data Centre) চালু করার ঘোষণা করা হয়েছে মেটার তরফ থেকে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি, ডিজিটাল রিয়ালিট ও ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট এই তিনটি কোম্পানি মিলে রিলায়েন্স গ্রুপ অফ কোম্পানির চেন্নাইয়ের ক্যাম্পাসটি পরিচালনা করে থাকে। ১০ একর জমির উপর অবস্থিত এই ক্যাম্পাসে ১০০ মেগাওয়াট আইটি লোড ক্যাপাসিটি আছে। আর সেটাকেই কাজে লাগিয়ে নতুন ডেটা সেন্টারটি খুলতে চলেছে মেটা (Meta Data Centre)।
এই প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে সেই ববিষয়ে দুই সংস্থার পক্ষ থেকে কোনরকম তথ্য জানা না গেলেও, বেশ মোটা অংকের বিনিয়োগের আশা করছে বিশেষজ্ঞরা। তবে হয়তো শুরুতে ১০ মেগাওয়াট ক্যাপাসিটির ডেটা সেন্টার (Meta Data Centre) খোলা হবে, যাতে বিনিয়োগের পরিমাণ হতে পারে ৫০০ থেকে ১২০০ কোটি টাকা।
ফেসবুক মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হলেও ভারতে তার ব্যবহারকারীর সংখ্যা সব থেকে বেশি। তবে শুধু ফেসবুক নয়, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এক্সের মত প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই অন্যান্য দেশের চেয়ে ভারতীয় ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। ব্যবহারকারীর সংখ্যা বাড়লে ডেটা পরিচালনা ও সংরক্ষণের দায়িত্ব খুব স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আর তাই চেন্নাইয়ে নতুন ডেটা সেন্টার (Meta Data Centre) তৈরি হলে, তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে কথা আলাদা করে বলে দেবার প্রয়োজন নেই।
সম্প্রতি ভারতে গুজরাটের জামনগরে ১ লা মার্চ থেকে ৩ রা মার্চ অব্দি অনুষ্ঠিত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে ভারতীয় পোশাকে অংশগ্রহণ করতে দেখা যায় স্বস্ত্রিক মার্ক জুকারবার্গকে। মুকেশ আম্বানির সঙ্গে তার সম্পর্কের জন্যই ভারতে প্রথম ডেটা সেন্টার (Meta Data Centre) তৈরি করতে চলেছে মেটা, এমনটাই মনে করছেন বুদ্ধিজীবীরা। এশিয়ার ১০ জন ধনী ব্যক্তির মধ্যে অন্যতম দুজন ব্যবসায়িক ক্ষেত্রে জুটিবাধতে চলেছে। এই জুটি কতটা সফল হয় সেটাই দেখার।