The country’s first Solar Energy Car is coming to the market: প্রত্যেক মানুষের জীবনেই নতুন গাড়ি কেনার স্বপ্ন থাকে। সবার মত নিশ্চয়ই আপনারও আছে? আপনি কি ধরনের গাড়ি কেনার স্বপ্ন দেখেন? আপনার জন্য রইল একটি দুর্দান্ত সুখবর। এখন থেকে ভুলে যান পেট্রোল কিংবা ডিজেল গাড়ি, কারণ মার্কেটে আসতে চলেছে নয়া চমক। সোলার লাইট আশা করি সবাই দেখছেন কিন্তু সৌর গাড়ি কি আপনি আদৌ (Solar Energy Car) দেখেছেন?
আপনি অবাক না হয়ে পারবেন না যে, ভারতে প্রথমবারের মতো সোলার কার তৈরি করা হয়েছে। গাড়িটি পুরোপুরিভাবে চলবে সূর্যের আলোতে। মানে এটি চার্জ করার জন্য আপনার বিদ্যুতের প্রয়োজন হবে না, সূর্যের আলোতেই গাড়িটি চার্জ হবে। পুনে ভিত্তিক স্টার্টআপ কোম্পানি হলো Vayve Mobility। কবে বাজারে আসবে এই গাড়ি (Solar Energy Car) এবং এর বিশেষত্বই বা কী? জেনে নিন বিস্তারিত আজকের প্রতিবেদনে।
আসুন জেনে নিই গাড়ির ফিচার সম্পর্কে, এটিতে আছে দুটি দরজা। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে মার্কেটে আসতে চলেছে এই অত্যাধুনিক গাড়ি (Solar Energy Car)। গাড়িতে আরামের সঙ্গে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং একটি শিশু বসতে পারবে। এছাড়াও আছে ১৫০ ওয়াট রেটেড সোলার প্যানেল। এর দ্বারা গাড়ি চার্জ হবে। এই সোলার প্যানেলের সাহায্যে গাড়িটি প্রতিদিন ১০ থেকে ১২ কিলোমিটার রেঞ্জ পেতে পারে। যদি গাড়িটি একবার ফুল চার্জ হয় তাহলে ২৫০ কিলোমিটার পথ সহজেই পার করতে পারবে Eva। এই গাড়ির সোলার প্যানেল সূর্যের আলো থেকে গাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে।
সোলার প্যানেলগুলি প্রতিদিন ১০ থেকে ১২ কিলোমিটার যেতে সহায়তা করে এই সোলার কারকে। এই গাড়িটির (Solar Energy Car) ব্যাটারি হলো ১৪ কিলোওয়াট যা ফুল চার্জে ২৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। বাড়ির বৈদ্যুতিক সকেট থেকে চার ঘণ্টার মধ্যে এই ব্যাটারি পুরোপুরি চার্জ করা যায়। অবাক করা ব্যাপার হলো Vayve Eva-র ডিজাইন। যা গ্রাহকদের আকৃষ্ট করবে সহজেই। গাড়িটিতে পাশাপাশি অ্যারো কভার চাকা এবং এলইডি লাইটবার রয়েছে।
এই আধুনিক প্রযুক্তির গাড়িতে রয়েছে একটি মনোকোক চেসিস যার দ্বারা এই সোলার গাড়িটি হয়ে উঠবে আরো শক্তিশালী। চালকের নিরাপত্তার কথা মাথায় রেখে রয়েছে এয়ারব্যাগও। তবে এখনও গাড়িটি বাজারে আসেনি। আশা করা হচ্ছে আগামী বছর ভারতে লঞ্চ করা হবে Vayve Eva। গাড়িটি লঞ্চ হলেই এর দাম সম্পর্কে জানা যাবে।