Digha Double Decker Bus: বিদেশের ধাঁচে বাসের ছাদে বসে হবে ভ্রমণ, দীঘায় এলো প্রথম ডাবল ডেকার বাস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পূর্ব মেদিনীপুরের দীঘা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটকরা দীঘার সমুদ্র সৈকতের ছুটে আসেন। আর এই সকল পর্যটকদের আরও স্বাচ্ছন্দ্য ও মনোরঞ্জনের জন্য দীঘা ও শংকরপুর উন্নয়ন পর্ষদের পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঠিক সেই রকমই এবার দীঘায় চালু হতে চলেছে একটি ডবল ডেকার বাস (Digha Double Decker Bus)।

Advertisements

বিদেশের ধাঁচে এবার দীঘার বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর জন্য এই ডবল ডেকার বাসটি আনা হয়েছে। গত শুক্রবার প্রশাসনের তরফ থেকে এই বাস আনা হয়েছে। যে বাসের ছাদে চড়ে দীঘার বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর বন্দোবস্ত করা হবে। ইতিমধ্যেই দীঘায় প্রথম এই ধরনের বাস আসার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের মধ্যে কৌতুহল চরমে।

Advertisements

দিঘাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য একদিকে যেমন প্রশাসনের তরফ থেকে নতুন নতুন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সমুদ্র সৈকত সাজিয়ে তোলার কাজ চালানো হচ্ছে, ঠিক সেই রকমই তোড়জোড় চলছে ক্রুজ পরিষেবা চালু করার জন্য। আর এসবের মধ্যেই দিঘার নতুন প্রাপ্তি হলো নতুন এই ডবল ডেকার বাসটি। সদ্য এই বাসটি দীঘায় আসার কারণে তা সম্পর্কে খুব বেশি যে তথ্য পাওয়া গিয়েছে তা নয়।

Advertisements

আরও পড়ুন ? Malda-Digha-Malda Special Train: চালু হল দীঘা যাওয়ার আরো একটি স্পেশাল ট্রেন, ভাড়াও অনেক কম

প্রাথমিকভাবে যা তথ্য পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, বাণিজ্যিকভাবে এখনই বাসটির পরিষেবা দীঘায় শুরু হচ্ছে না। গত শুক্রবার বাসটি আনার পর এখন বেশ কয়েকদিন ট্রায়াল রান চালানো হবে। ইতিমধ্যেই সেই ট্রায়াল রান চালু হয়ে গিয়েছে। আপাতত নিজেদের কর্মীদের নিয়ে বাসটি দিঘার বিভিন্ন মোড়ে মোড়ে ঘুরে বেড়াচ্ছে প্রচারের জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গা পুজোর আগেই এই বাসের পরিষেবা শুরু হয়ে যাবে দিঘায়।

বাসটিতে ৫২ টি সিট রয়েছে। বিলাসবহুল ওই বাসের মধ্যে মিউজিক সিস্টেম থেকে শুরু করে লাইটিং সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। তবে এই বাঁশের টিকিটের দাম কত হবে সেসব সম্পর্কে এখন কোন তথ্য পাওয়া যায়নি। যা জানা যাচ্ছে তাতে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেই সমস্ত কিছু ঘোষণা করা হবে। তবে এর আগে কোনদিন দীঘায় এই ধরনের বাস পরিষেবা না থাকার কারণে তা পর্যটকদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। কেননা এই বাসের ছাদে চড়ে বিদেশের ধাঁচে দীঘা ঘোরার আনন্দ পাবেন পর্যটকরা।

Advertisements