করোনা চিকিৎসায় পথ দেখাচ্ছে বীরভূম, চলমান কিয়স্ক বানিয়ে চিকিৎসকের দিচ্ছে সুরক্ষা

Madhab Das

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : ভারতবর্ষের মধ্যে প্রথম চলমান কিয়স্ক বক্স তৈরি করলো বীরভূম। বীরভূমের বোলপুরের একটি বেসরকারি সংস্থা এই কিয়স্ক তৈরি করেছে৷ করোনা চিকিৎসায় যা আগামীদিনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করবে বলে সংস্থার দাবি।

Advertisements

Advertisements

ভারতবর্ষের মধ্যে প্রথম এই ভাবনা দেখা গিয়েছিলো কেরলে। যেখানে বসানো হয়েছিলো এই কিয়স্ক বক্স৷ কিন্ত সেটি ফিস্কড ছিলো অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে না। এবার সেই চিন্তা থেকেই প্রথম পশ্চিমবঙ্গের বীরভূমের বোলপুরে তৈরী হলো এই কিয়স্ক বক্স যা চলমান৷

Advertisements

মূলত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই কিয়স্ক বক্স। যেখানে চিকিৎসকরা এই বক্সের ভিতর থেকেই সংগ্রহ করতে পারবেন রোগীর লালারস ও অন্যান্য নমুনা। এতে সংক্রমণের ভয় থাকবেনা। চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরাও অনেকটা নিশ্চিত থাকতে পারবেন। পাশাপাশি এমন কিয়স্কের বন্দোবস্ত হওয়ায় ঘন্টায় কমকরে ১০টি নমুনা সংগ্রহ করাও সম্ভব হবে বলে আগেই জানিয়েছিলেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ অভিষেক রায়।

আগামীদিনে দিনে র‍্যাপিড টেস্টের কথা ভাবছে সরকার, ঠিক সেখানে দাঁড়িয়ে এই বক্স সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ইতিমধ্যেই, বীরভূমের সিউড়ি ও বোলপুর মহকুমা হাসপাতালে দুটি করে এই কিয়স্ক বক্স সাপ্লাই করেছে এই বেসরকারি সংস্থা। আগামীদিনে এর চাহিদা অনেক পরিমাণে বাড়বে বলেই দাবী করা হচ্ছে সংস্থার তরফে।

সংস্থার দাবী, এমন চলমান কিয়স্ক এই রাজ্যেই প্রথম নয়, ভারতবর্ষের মধ্যেও প্রথম তারাই এই চলমান কিয়স্ক বক্স তৈরি করলেন৷ সংস্থার মালিকের দাবি, শুধুমাত্র এই কিয়স্ক বক্স নয় সাথে সাথে পিপিই কিটও তৈরি করছেন তারা। আগামীদিনে সরকারের প্রয়োজনে সমস্ত রকম সাহায্য করবে তারা। সাথে সাথেই চিকিৎসকদের কথা মাথায় রেখে সমস্ত হাসপাতাল ও র‍্যাপিড টেস্টের ক্ষেত্রে সমস্ত জায়গাতেই প্রয়োজন পরবে এই বক্সের।

Advertisements