ইতিহাস তৈরি করল কলকাতা, প্রথম জলের নিচে চলল মেট্রো

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মেট্রো (Metro) চলাচলের ক্ষেত্রে ইতিহাসের পাতায় বরাবর নাম রয়েছে কলকাতার। ভারতের প্রথম মেট্রোর চাকা গড়িয়েছিল এই তিলোত্তমাতেই। আর এবারও জলের নিচে মেট্রো (India’s first Underwater Metro run) চলাচলের দিক দিয়েও ইতিহাস তৈরি করল কলকাতা। বুধবার প্রথম গঙ্গার নিচে দিয়ে চলল মেট্রো।

Advertisements

এপ্রিল মাসেই প্রথম গঙ্গার নিচ দিয়ে চলবে মেট্রো তা এক প্রকার আগেই জানা গিয়েছিল। তবে প্রথম দিকে শোনা যাচ্ছিল ৯ এপ্রিল প্রথম গঙ্গার নিচে মেট্রো চলতে পারে। যদিও সেই দিন গঙ্গার নিচে মেট্রো চালানো সম্ভব হয়নি এবং মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল, ৯ এপ্রিল গঙ্গার নিচ দিয়ে প্রথম মেট্রোর ট্রায়াল শুরু হবে এমন কোন দিন ঠিক হয়নি। তবে খুব তাড়াতাড়ি ট্রায়াল শুরু হবে।

Advertisements

মেট্রো রেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী ট্রায়াল শুরু না হলেও বুধবারই প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলল। এদিন ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) দুটি রেক গঙ্গার নিচ দিয়ে ছুটলো। এই দুটি রেক আনা হয়েছিল সল্টলেক সেন্ট্রাল পার্কের ডিপো থেকে বউবাজার পার করিয়ে। মহাকরণ স্টেশন থেকে হাওড়া ময়দানে এই দুটি রেক আনা হয়েছে।

Advertisements

গঙ্গার নিচ দিয়ে প্রথম মেট্রোর এমআর-৬১২ রেকটি আসে। সকাল ১১:৫৫ মিনিটে এই রেকটি হুগলি নদী পার করে। এরপর দ্বিতীয় রেক অর্থাৎ মেট্রোর এমআর-৬১৩ রেকটিও গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান স্টেশনে এসে পৌঁছায়। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের কথা অনুযায়ী এখনো ট্রায়াল রান শুরু হয়নি। ট্রায়াল রান শুরু হওয়ার বিষয়ে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ হয়নি, তবে খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানা যাচ্ছে।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো। আপাতত সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত বাণিজ্যিকভাবে যাতায়াত শুরু হয়েছে। এবার এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার পরিষেবা চালু করার বিষয়েই প্রস্তুতি নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisements