Advertisements

চাঁদের মাটিতে নামার আগেই ম্যাজিক দেখালো চন্দ্রযান-৩, সামনে এলো ভিডিও

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : উৎক্ষেপণের পর কেটে গেছে প্রায় ২১ দিন। আর এই ২১ দিন যাত্রার মধ্যেই একের পর এক ম্যাজিক দেখাচ্ছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। গত ১৪ জুলাই শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের তৃতীয় চন্দ্রযান সফলভাবে উৎক্ষেপণ হওয়ার পর এখন সেটি অবস্থান করছে ১৭০ কিমি x ৪৩১৩ কিমি কক্ষপথে। চাঁদের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছে ইসরোর (ISRO) এই চন্দ্রযান।

Advertisements

এখনো পর্যন্ত ভারতের এই চন্দ্রযান সফলভাবেই নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে এবং আগামী ৯ আগস্ট ঠিক দুপুর ১টার সময় আরও এক ধাপ এগিয়ে যাবে। ভারত তথা বিশ্বের অধিকাংশ দেশের বিজ্ঞানীরা এই চন্দ্রযান সফল হওয়ার দিকে তাকিয়ে রয়েছেন। কেননা অভিযান সফল হলে বিশ্বের সামনে নতুন দরজা খুলে যাবে যা চাঁদ নিয়ে গবেষণার ক্ষেত্রে আরও সুবিধা পাবেন বিজ্ঞানীরা।

Advertisements

চন্দ্রযান ৩ ইতিমধ্যেই স্বপ্নের অনেক কাছে পৌঁছে গিয়েছে। এখন শুধু অপেক্ষা চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার। তবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগেই চন্দ্রযান ৩ ম্যাজিক দেখালো বিশ্বকে। চাঁদের কাছাকাছি যেতেই চন্দ্রযান ৩ তার চোখে প্রথম চাঁদের দর্শন করালো। চাঁদের দর্শন করানোর সেই ভিডিও ইসরোকে পাঠানোর সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় তারা আপলোড করেছে।

Advertisements

চন্দ্রযান ৩ এর চোখে চাঁদকে কেমন দেখায় তা দেখানোর জন্য ইসরোর তরফ থেকে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। ৪৫ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে চাঁদ যেন চন্দ্রযান ৩ এর সামনে ধূসর গোলকের মতো একটি বস্তু। এর পাশাপাশি চাঁদের গায়ে থাকা এবড়ো থেবড়ো দৃশ্য ফুটে উঠেছে এই ভিডিওতে। ভিডিওতে বেশ স্পষ্ট চাঁদের গায়ের গর্তগুলি।

ইসরোর তরফ থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি লেখা হয়েছে, “৫ অগাস্ট চাঁদের কক্ষপথে ঢোকার সময় চন্দ্রযান-৩ মহাকাশযান থেকে এমনটাই দেখাচ্ছিল চাঁদকে।” শনিবার সন্ধ্যাবেলায় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মায়া কাটিয়ে চন্দ্রযান ৩ প্রবেশ করেছিল চাঁদের কক্ষপথে, চাঁদের মাধ্যাকর্ষণে। ইসরোর তরফ থেকে জানানো হয়, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করতে পারছে। তখনই এমন ভিডিও তোলা হয় বলে জানা গিয়েছে।

Advertisements