Vande Metro Inside Video: লোকাল ট্রেনের মতোই আসন, রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা! সামনে এলো বন্দে মেট্রোর ভিতরের ভিডিও

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সাল থেকে ভারতের রেল ট্র্যাকে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ভারতীয় রেলের তরফ থেকে এরপর যেমন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক সেই রকমই বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper), বন্দে মেট্রোর (Vande Metro) মতো ট্রেন চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই সকল ট্রেন তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে।

ফ্যাক্টরিতে বন্দে মেট্রো তৈরি হওয়ার বিষয়ে যেমন রেলের পাশাপাশি বিভিন্ন মাধ্যম থেকে নতুন নতুন আপডেট পাওয়া যাচ্ছে, ঠিক সেই রকমই এবার প্রথমবারের জন্য বন্দে মেট্রোর ভিতরের দর্শন পাওয়া গেল। বন্দে মেট্রোর পরীক্ষামূলক যাত্রা অর্থাৎ ট্রায়াল রান এখনো দেরী রয়েছে। আগামী জুলাই মাসে এই ট্রেনের ট্রায়াল রান হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। তবে তার আগেই এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে বন্দে মেট্রোর ভিতরের দৃশ্য (Vande Metro Inside Video) দেখা গেল।

জুলাই মাসে ট্রায়াল রান হওয়ার আগে পাঞ্জাবের কপূরথলার রেল কোচ ফ্যাক্টরি কারখানায় শেষ ফিনিশিংয়ের কাজ চলছে বন্দে মেট্রোর। আর সেখান থেকেই বন্দে মেট্রোর বাইরের এবং ভিতরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতই লোক দেওয়া হয়েছে বন্দে মেট্রোর। যে ট্রেনটির ভিডিও ভাইরাল হয়েছে সেটির রং গেরুয়া, ধূসর ও সাদা। ট্রেনের ভিতরে রয়েছে নীল, সাদা রঙের ছোঁয়া।

আরও পড়ুন 👉 Vande Metro: বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার বন্দে মেট্রো! কবে চালু হবে, জানা গেল দিনক্ষণ

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যারা দেখেছেন তারা বাইরে থেকে বন্দে মেট্রো ট্রেনের সঙ্গে সেই রকম কোন ফারাক দেখতে পাবেন না। তবে ট্রেনের ভিতরে রয়েছে বিস্তর ফারাক। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতই বন্দে মেট্রোর দরজা অটোমেটিক, প্রত্যেকটি কামরা সম্পূর্ণভাবে বাতানুকূল, কামরার মধ্যে সিসি ক্যামেরা থেকে শুরু করে রয়েছে স্মোক ডিটেক্টর সহ অত্যাধুনিক সব যন্ত্রপাতি এবং সুরক্ষার জন্য সমস্ত রকম অত্যাধুনিক ব্যবস্থা। এছাড়াও রয়েছে অত্যাধুনিক টয়লেট ব্যবস্থা, ঝাঁ চকচকে ফিনিশিং সহ কতকিছু।

তবে বন্দে মেট্রো ট্রেনে যে সকল বসার আসন রয়েছে সেই সকল বসার আসন অনেকটা লোকাল ট্রেনের মত। যদিও লোকাল ট্রেনের থেকে বেশ আধুনিক। বসার আসনে রয়েছে কুশন, যাতে করে যাত্রীরা আরাম করে বসে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারেন। এছাড়াও লোকাল ট্রেনের মতই এই বন্দে মেট্রো ট্রেনে যাত্রীরা বসার আসন ছাড়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে সফর করতে পারবেন। তার জন্যও রাখা হয়েছে সমস্ত রকম ব্যবস্থা। বন্দে মেট্রো ট্রেন ১০০ থেকে ২৫০ কিলোমিটার পথে পরিষেবা দেবে।