নিজস্ব প্রতিবেদন : ভারতীয়দের গণপরিবহনের মেরুদন্ড ভারতীয় রেলের (Indian Railways) স্বপ্ন বন্দে ভারত (Vande Bharat)। এই ট্রেনটি এখন দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেন। এবার এই দ্রুতগতির ট্রেনের স্টিয়ারিং যাচ্ছে এক মহিলার হাতে। যিনি এশিয়ার প্রথম লোকো পাইলট।
সমাজ গড়ার ক্ষেত্রে মহিলাদের গুরুত্ব বোঝানোর জন্য যেখানে এখনো বিশ্বে আলাদা করে একটি দিন পালন করতে হয় আন্তর্জাতিক নারী দিবস হিসাবে, সেই জায়গায় দ্রুতগতির এই ট্রেনের চালক হিসাবে এই মহিলার দায়িত্ব পাওয়া আলাদা গুরুত্ব এনে দেয়। যেখানে এখন মহিলারা যুদ্ধবিমানের ককপিট পার করে মহাকাশে পৌঁছে গিয়েছে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কৃতিত্ব দেখাচ্ছে সেই জায়গায় এবার রেলমন্ত্রী এশিয়ার প্রথম লোকোমোটিভ পাইলট সুরেখা যাদবকে (Surekha Yadav) দায়িত্ব দিলেন বন্দে ভারতের।
সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারতে চালকের আসনে বসে থাকা অবস্থায় সুরেখা যাদবের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। সেই ছবি আপলোড করার পাশাপাশি তিনি লিখেছেন, নারী শক্তির হাতে বন্দে ভারত। সুরেখা যাদবকে এই দায়িত্ব দেওয়ার পর তিনিই হলেন প্রথম কোন মহিলা যিনি বন্দে ভারত চালানোর দায়িত্ব পেলেন।
বন্দে ভারত চালানোর দায়িত্ব পাওয়ার পর সুরেখা যাদব গত সোমবার সোলাপুর থেকে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী টার্মিনাল পর্যন্ত বন্দে ভারত চালিয়ে নিয়ে যান। এমন একটি দায়িত্ব পাওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি সুরেখা। ঐদিন ট্রেনটি নির্দিষ্ট সময়ে সোলাপুর স্টেশন থেকে ছাড়ার পর মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী টার্মিনাল পৌছাই নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে।
Vande Bharat – powered by Nari Shakti.
Smt. Surekha Yadav, the first woman loco pilot of Vande Bharat Express. pic.twitter.com/MqVjpgm4EO
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) March 13, 2023
সুরেখা যাদব মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা। ১৯৮৮ সালে তিনি ট্রেনের চালক হিসাবে কাজে নিযুক্ত হন। এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট হিসাবে তিনি রেলের কাজে যোগ দেন। যদিও তারপর এখন অনেক মহিলারাই রেলের চালক হিসাবে নিযুক্ত হয়েছেন।