কলেজে ক্লাস শুরু হওয়া নিয়ে নতুন গাইডলাইন কেন্দ্র সরকারের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করার পর এবার কলেজের ক্লাস শুরু হওয়া নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হলো কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এই নির্দেশিকা মঙ্গলবার টুইট করে জানিয়েছেন।

Advertisements

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়া নিয়ে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টকে সম্মতি জানালো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ৩০ শে অক্টোবরের মধ্যে। ১লা নভেম্বর থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে।

Advertisements

এর পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তরফ থেকে জানানো হয়েছে, প্রথম সেমিস্টারের প্রস্তুতি নেওয়ার জন্য ২০২১ সালের ১লা মার্চ থেকে ৭ই মার্চ পর্যন্ত ছুটি নিতে হবে। প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে ৮ই মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত। সাতাশে মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সেমিস্টার ব্রেক দেওয়া হয়েছে। এরপর আবার ৫ই এপ্রিল থেকে ক্লাস শুরু হবে পরবর্তী সেমিস্টারের জন্য।

Advertisements

পরবর্তী সেমিস্টারের জন্য পহেলা আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত ছুটি। এই সেমিস্টার হবে ৯ আগস্ট থেকে ২১ শে আগস্ট পর্যন্ত। এই সেমিস্টারের পর ব্রেক রয়েছে ২২ শে আগস্ট থেকে ২৯ শে আগস্ট পর্যন্ত। ৩০ শে আগস্ট থেকে ঐসকল পড়ুয়াদের পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হবে।

মূলত এই গাইডলাইন বর্তমান পরিস্থিতিতে যতটা সম্ভব দিন বাঁচিয়ে পড়ুয়াদের সুবিধা করে দেওয়া যায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এদিন এই ক্যালেন্ডার প্রকাশ করেছেন পরামর্শ হিসাবে। আর এই পরামর্শ মেনে চলতে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছেন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের একাংশ।

Advertisements