নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস (Cooking Gas) কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট (Biometric Update) নিয়ে এখন তোড়জোড় পড়ে গিয়েছে দেশজুড়ে। সরাসরি গ্রাহকদের কাছে এই নির্দেশিকা এসে না পৌঁছালেও গ্যাস এজেন্সিদের কাছে নির্দেশিকা এসে পৌঁছেছে এবং তাদের তরফ থেকে ইতিমধ্যেই বায়োমেট্রিক আপডেট করানোর কাজ শুরু করা হয়েছে। বায়োমেট্রিক আপডেট করানোর জন্য ইতিমধ্যেই গ্যাস এজেন্সিদের কাছে লম্বা লাইন পড়তে দেখা যাচ্ছে।
সূত্র মারফত যা জানা যাচ্ছে, তাতে ৩১ ডিসেম্বর ২০২৩ সালের মধ্যে যদি নিজেদের গ্যাস কানেকশনের (LPG) সঙ্গে আধার লিঙ্ক করানোর কাজ না করা হয় তাহলে নাকি বন্ধ হয়ে যাবে ভর্তুকি। ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার ভয়েই রীতিমতো লম্বা লাইন পড়তে দেখা যাচ্ছে। তবে অনেকেই রয়েছেন যারা আবার অনলাইনে অ্যাপের মাধ্যমে এই লিঙ্ক করিয়ে নিচ্ছেন। তবে অফলাইন হোক অথবা অনলাইন, একটি কাজ করা না থাকলে কোনোভাবেই হবে না এই লিঙ্ক।
দেশের বহু নাগরিক রয়েছেন যারা নিজেদের আধার তথ্য চুরি হয়ে যাওয়ার ভয়ে অথবা আধারের তথ্য হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা লুট হয়ে যাওয়ার ভয়ে আধার লক করে রাখেন। আধার লক করা থাকলে সেই গ্রাহকের আধার তথ্য আর কোনভাবেই পাওয়া যায় না। প্রতারকদের পাশাপাশি সেই আধার তথ্য কোনভাবেই সরকারি কোন সংস্থাও পায় না। এটি হলো আধার তথ্য সুরক্ষিত রাখার সবচেয়ে ভালো উপায়।
আরও পড়ুন ? দুটি অ্যাপ ইনস্টল করেই হয়ে যাবে গ্যাসের বায়োমেট্রিক আপডেট! দরকার নেই এজেন্সির কাছে ছোটাছুটির
কিন্তু আপনি যখন রান্নার গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করাতে যাচ্ছেন তখন আপনাকে আবশ্যিকভাবে আধার আনলক করে রাখতে হবে। আধার আনলক করা না থাকলে কোনোভাবেই গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করতে বা করাতে পারবেন না। এক্ষেত্রে আপনি যতবারই আপডেট করাবেন ততবারই অথেন্টিকেশন ফেলড হয়ে যাবে। যে কারণে আপডেট করানোর সময় আপনাকে অবশ্যই আঁধার আনলক করে রাখতে হবে।
আধার আনলক করার জন্য গ্রাহকদের My Aadhaar অ্যাপ, আধারের UIDAI ওয়েবসাইট ব্যবহার করতে হয়। এছাড়াও ১৯৪৭ নম্বরে এসএমএস করেও আধার আনলক করা যায়। আধার আনলক করার সময় আপনাকে আবশ্যিকভাবে দিতে হবে ১৬ ডিজিটের VID নম্বর। এই পদ্ধতিতে আধার আনলক করার পরই গ্রাহকদের গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করানোর কাজ করতে হবে।