টেস্টে সর্বাধিক ১০ উইকেট সংগ্রহ করা ৫ বোলার, তালিকায় একজন ভারতীয়

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দর্শক দমবন্ধ করে বসে আছে আর বোলার তাঁর স্পিন বলের জাদুতে ব্যাটসম্যানকে বারবার মাত দিচ্ছে। বলের ভেলকি না বুঝে উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরে এসেছে ক্রিকেটের মহানায়করা, এমন ঘটনা ক্রিকেটকে আজও করে রেখেছে রোমাঞ্চকর। স্পিন বলের জাদুতে ক্রিকেটের মাঠে যেসব বোলাররা দর্শকদের মুগ্ধ করে রেখেছেন তাদের মধ্যে আছে এমন ৫ জন বোলার যাদের ঝুলিতে আছে টেস্ট ম্যাচে সর্বাধিক ১০ উইকেট নেওয়ার অবিশ্বাস্য রেকর্ড।

Advertisements

প্রথমেই যার নাম করতে হয় শ্রীলঙ্কার তামিল বংশোদ্ভূত ক্রিকেটের মুথাইয়া মুরলিধরন। ডান হাতি অফ স্পন বোলার। তাঁর বোলিং করার পদ্ধতি নিয়ে বারবার বিতর্ক হয়েছে। তবু টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৫ ও ১০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব রয়েছে তাঁর। ১৩৩ টেস্ট ম্যাচে দুই ইনিংসে মিলিয়ে ২২ বার ১০ উইকেট নিয়েছেন তিনি। সর্বমোট টেস্টে উইকেট নিয়েছেন ৮০০ টি।

Advertisements

Advertisements

দ্বিতীয় যার নাম উল্লেখ করতে হয় তিনি বিশ্ব ক্রিকেটকে দীর্ঘদিন ধরে তাঁর স্পিনের জাদুতে মাতিয়ে রেখেছিলেন। তিনি অস্ট্রেলিয়ার শ্যেন ওয়ার্ন। ভারতীয়রা স্পিন খেলায় দক্ষ তারাও তাঁর বলের জাদুতে ঠকে গিয়ে উইকেট দিয়েছেন। মাঠে শচীন টেন্ডুলকার ও শ্যেন ওয়ার্নের দ্বৈরথ ক্রিকেটের ইতিহাসে অমর কাব্য হিসাবে ঢুকে গেছে। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক টেস্ট উইকেটের অধিকারী তিনি। ১৪৫ টি টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ বার ১০ উইকেট নিয়েছেন তিনি।

বিশ্ব ক্রিকেটে তাঁর অসাধারণ খেলার জন্য ছোট্ট এই দেশটি নিউজিল্যান্ড আজও ক্রিকেট খেলিয়ে দেশ হিসাবে খ্যাত। তিনি রিচার্ড হ্যাডলি। পরিচিত ছিলেন ফাস্ট বোলার হিসেবে। এখনও তিনি তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্ৰহের অধিকারী। টেস্টে উইকেট নেন ৪৩১ টি। এক সময় এটাই ছিল বিশ্ব রেকর্ড। ৮৬ টি টেস্ট ম্যাচে ৯ বার দুই ইনিংসে ১০টি উইকেট নিয়েছেন। কপিল দেব, ডেনিস লিলি, ইমরান খানদের সমকালীন এই ক্রিকেটার সর্বশ্রেষ্ঠ বোলার হিসাবে স্বীকৃতি লাভ করেছিলেন।

চতুর্থ স্থানে আছেন মুরলিধরনের দেশেরই বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। ৯৩টি টেস্ট ম্যাচ খেলে দুই ইনিংসে ৯ বার ১০ উইকেট নিয়েছেন। ১৯ বছর ক্রিকেট খেলে তিনি ৪৩৩টি উইকেট তাঁর ঝুলিতে পড়েন।

ভারতীয় ক্রিকেটে যাকে পুরোপুরি স্পিনার হিসাবে ধরা হতো না সেই অনিল কুম্বলে টেস্টে উইকেট দখলকারী হিসাবে পঞ্চম স্থানে আছেন। তিনিই একমাত্র ভারতীয় বোলার যিনি ৬০০টি উইকেট পেয়েছেন। ১৩২ টি টেস্ট ম্যাচে দুই ইনিংসে ৮ বার ১০ উইকেট পেয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব তাঁর নামের পাশে জুড়ে গেছে।

বর্তমানে ওয়ানডে অথবা টি-টোয়েন্টি ম্যাচ দ্রুতগতির ম্যাচেও স্পিনারদের ওপর ভরসা রাখছে বিভিন্ন দল। কারণ স্পিনের জাদু আজও ২২ গজে তার ভেল্কি দেখাতে ওস্তাদ।

Advertisements